রবিবার | ১৯ মে, ২০২৪

মহালছড়িতে তিন চেয়ারম্যান প্রার্থী বেসরকারি ভাবে বিজয়ী

প্রকাশঃ ২৯ নভেম্বর, ২০২১ ০৭:৩১:১৮ | আপডেটঃ ১৭ মে, ২০২৪ ১০:০১:০৩  |  ৭৮৮

সিএইচটি টুডে ডট কম, মহালছড়ি (খাগড়াছড়ি)। খাগড়াছড়ি জেলার মহালছড়িতে ইউপি নির্বাচনে তিন প্রার্থী বেসরকারি ভাবে বিজয়ী হয়েছেন। মহালছড়ি উপজেলার ৪ টি ইউনিয়নের মধ্যে মহালছড়ি সদর ইউপিতে সরকার দলীয় প্রার্থী রতন কুমার শীল নৌকা প্রতীক নিয়ে, মুবাছড়ি ইউনিয়নের বাপ্পি খীসা স্বতন্ত্র প্রার্থী হিসেবে আনারস প্রতীক নিয়ে ও ক্যায়াংঘাট ইউনিয়নের রুপেন্দু দেওয়ান নৌকা প্রতীক নিয়ে বিনা প্রতিদ্বন্দ্বীতায় আগেই নির্বাচিত হয়েছেন। মাইসছড়িতে ইউপি তে মাইসছড়ি উচ্চ বিদ্যালয়ের কেন্দ্রটি স্থগিত থাকাতে সেটির ফলাফল স্থগিত রাখা হয়েছে।


মহালছড়ি সদর ইউপিতে সরকার দলীয় প্রার্থী রতন কুমার শীল ৭ হাজার ৩৪৫ ভোট, নিকটতম প্রতীদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী লাব্রেচাই মারমা আনারস প্রতীক নিয়ে পেয়েছেন ১ হাজার ৩৮৬ ভোট। মুবাছড়িতে স্বতন্ত্র প্রার্থী বাপ্পি খীসা আনারস প্রতীক নিয়ে পেয়েছেন ৩ হাজার ৯৫২ ভোট, নিকটতম প্রতীদ্বন্দ্বী সরকার দলীয় প্রার্থী কংজরী মারমা নৌকা প্রতীক নিয়ে পেয়েছেন ৮৫৬ ভোট।


অন্যদিকে মাইসছড়ি ইউপিতে জাল ভোটের অভিযোগের প্রেক্ষিতে কেন্দ্রটি স্থগিত ঘোষণা করেছেন প্রিসাইডিং অফিসার কিউট চাকমা।

খাগড়াছড়ি |  আরও খবর
এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions