রবিবার | ১৯ মে, ২০২৪

বান্দরবানের ৪ ইউপি নির্বাচনে আওয়ামীলীগ ২ ও স্বতন্ত্র ২জন নির্বাচিত

প্রকাশঃ ২৯ নভেম্বর, ২০২১ ০৭:৩০:০৩ | আপডেটঃ ১৮ মে, ২০২৪ ০৩:৪৭:৩৪  |  ৬৬৮
সিএইচটি টুডে ডট কম, বান্দরবান। : বান্দরবানের আলীকদম উপজেলার ৪ ইউনিয়নে শান্তিপূর্নভাবে শেষ হলো নির্বাচন।  তৃতীয় ধাপের উপজেলার ৪ ইউনিয়নের মধ্যে আলীকদম চৈক্ষ্যং, সদর, নয়াপাড়া, কুরুকপাতা ইউনিয়নে রবিবার (২৮ নভেম্বর) সকাল ৮ টা থেকে শুরু হয় ভোট গ্রহন।

নির্বাচনে বেসরকারি ভাবে যারা বিজয়ী হলেন তারা হলেন, আলীকদম ১নং সদর ইউপি নাছির উদ্দীন (বি এ)নৌকা প্রতিক , ২ নং চৈক্ষ্যং ইউপির  জয়নাল আবেদীন স্বতন্ত্র প্রার্থী আনারস প্রতিক। ৩ নং নয়াপাড়া ইউপি মো: কফিল উদ্দীন স্বতন্ত্র আনারস প্রতিক এবং ৪ নং কুরুক পাতা ইউপি ক্রাতপুং মুরুং নৌকা প্রতীক।

নির্বাচন কার্যালয় সুত্রে জানা যায়,  আলীকদম সদর ইউপি নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে লড়ছেন বর্তমান চেয়ারম্যান মোহাম্মদ নাছির উদ্দীন তার প্রতিদ্বন্দ্বী মোটর সাইকেল প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়েছেন সদ্য বহিষ্কৃত উপজেলা যুবলীগের সভাপতি আনোয়ার জিহাদ চৌধুরী। এছাড়া আনারস প্রতীক নিয়ে চেয়ারম্যান পদে নির্বাচন করেছেন মোহাম্মদ বাদশা মিয়া।

চৈক্ষ্যং ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে লড়েছেন আওয়ামী লীগের মনোনীত চেয়ারম্যান প্রার্থী মোঃ ফেরদৌস রহমানের প্রতিদ্বন্দ্বী আনারস প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে চেয়াম্যান পদে লড়েছেন বিএনপির নেতা জয়নাল আবেদীন।

নয়াপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে লড়ছে আওয়ামী লীগের মনোনীত চেয়ারম্যান প্রার্থী ফোগ্য মার্মা তার প্রতিদ্বন্দ্বী আনারস প্রতীক নিয়ে সদ্য বহিষ্কৃত উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এম.কফিল উদ্দীন স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী হিসেবে লড়েছেন।      
কুরুকপাতা ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে লড়ছে আওয়ামী লীগের মনোনীত চেয়ারম্যান প্রার্থী ক্রাতপুং ম্রোর প্রতিদ্বদ্বী আনারস প্রতীক নিয়ে সদ্য বহিষ্কৃত উপজেলা শ্রমিক লীগের সাংগঠনিক সম্পাদক খামলাই ম্রো স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেছেন।

উপজেলা নির্বাচন অফিস সূত্রে আরো জানা যায়, উপজেলার মোট ভোটার ৩০ হাজার ৭৭৮ জন, যার মধ্যে পুরুষ ভোটার ১৫ হাজার ৪ শত ৬২ এবং মহিলা ভোটার ১৫ হাজার ৩ শত ১৬ জন। আলীকদম সদর ইউনিয়নে পুরুষ ভোটার ৫ হাজার ৫ শত ১৫ জন, মহিলা ভোটার ৫ হাজার ৩ শত ৪৫ জন। চৈক্ষ্যং ইউনিয়নে পুরুষ ভোটার ৪ হাজার ২ শত ৬০ জন এবং মহিলা ভোটার ৪ হাজার ৪ শত ০২ জন। নয়াপাড়া ইউনিয়নে পুরুষ ভোটার ২ হাজার ৬ শত ৭০ জন এবং মহিলা ভোটার ২ হাজার ৭ শত ৭০ জন। কুরুকপাতা ইউনিয়নে পুরুষ ভোটার ৩ হাজার ০ শত ০৮ জন এবং মহিলা ভোটার ২ হাজার ৭ শত ৯৯ জন।

আলীকদমে ৪ ইউনিয়নে ভোট কেন্দ্রের সংখ্যা ৩৬ টি। ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৯ জন, সংরক্ষিত মহিলা সদস্য পদে ৩২ জন এবং সাধারণ সদস্য পদে ১০৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করেছেন। বিনা প্রতিদ্বদ্বিতায় নির্বাচিত হয়েছেন  ৩ জন মেম্বার। এর মধ্যে ১ জন সংরক্ষিত মহিলা মেম্বার রয়েছেন।

উপজেলা রির্টানিং কর্মকর্তা আতিকুল ইসলাম চৌধুরী জানান ,শান্তিপূর্ণ ভোট গ্রহন শেষ হলো চার ইউনিয়নে দুটিতে নৌকা প্রতিক নির্বাচিত আর দুটি ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী নির্বাচিত হয়েছেন।        

বান্দরবান |  আরও খবর
এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions