রবিবার | ১৯ মে, ২০২৪
তৃতীয় ধাপে ইউপি নির্বাচন

রাঙামাটির ৮টির মধ্যে ৭টিতে আওয়ামীলীগ, একটিতে স্বতন্ত্র প্রার্থী জয়ী

প্রকাশঃ ২৯ নভেম্বর, ২০২১ ০৩:০৪:২৪ | আপডেটঃ ১৪ মে, ২০২৪ ০৯:৫১:২৬  |  ১১৭৩
সিএইচটি টুডে ডট কম, রাঙামাটি। রোববার তৃতীয় ধাপে অনুষ্ঠিত নির্বাচনে রাঙামাটি জেলার তিন উপজেলার আটটির মধ্যে সাত ইউপিতেই আওয়ামী লীগ প্রার্থীদের জয় হয়েছে। একটিতে জয়ী হয়েছেন স্বতন্ত্র প্রার্থী। প্রত্যেক ইউপিতে শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ হয়েছে। এসব ইউপি নির্বাচন চলাকালে কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে নির্বাচন শান্তিপূর্ণ পরিবেশে সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষভাবে সম্পন্ন হয়েছে বলে জানান, নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

সংশ্লিষ্ট উপজেলার নির্বাচনি কর্তৃপক্ষ জানায়, নির্বাচনে চেয়ারম্যান পদে জয়ী হয়েছেন কাউখালী উপজেলার ঘাগড়া ইউনিয়নে আওয়ামী লীগের নাজিম উদ্দিন এবং ফটিকছড়ি ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী ঊষাতন চাকমা। এ উপজেলার বেতবুনিয়া ইউনিয়নে আওয়ামী লীগের অংক্যজ চৌধুরী এবং কলমপতি ইউনিয়নে ক্যজাই মারমা বিনা প্রতিদ্বন্ধিতায় নির্বাচিত হয়েছেন।  

রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়া ইউনিয়নে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের আদোমং মারমা। এ  উপজেলায় ঘিলাছড়ি ইউনিয়নে আওয়ামী লীগের রবার্ট ত্রিপুরা এবং গাইন্দ্যা ইউনিয়নে পুচিংমং মারমা বিনা প্রতিদ্বন্ধিতায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। কাপ্তাইয় উপজেলার চিৎমরম ইউনিয়নে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের ওয়েশ্লিমং চৌধুরী।    

১৬ অক্টোবর কাপ্তাই উপজেলার ৩ নম্বর চিৎমরম ইউপিতে আওয়ামী লীগের প্রার্থী নেথোয়াই মারমা সন্ত্রাসীদের গুলিতে খুন হওয়ায় দ্বিতীয় ধাপ থেকে পিছিয়ে নির্বাচন তৃতীয় ধাপে অনুষ্ঠিত হয়েছে।

এদিকে সকাল থেকে উৎসবমুখর পরিবেশে দীর্ঘ সারিতে দাঁড়িয়ে নিজেদের পছন্দের প্রার্থীকে ভোটারদের ভোট দিতে দেখা গেছে। কাউখালী উপজেলার ঘাগড়া ইউনিয়নের বিভিন্ন কেন্দ্র সরেজমিন ঘুরে এমন তথ্যচিত্র পাওয়া যায়।

রাঙামাটি |  আরও খবর
এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions