শুক্রবার | ২৯ মার্চ, ২০২৪

নাইক্ষ্যংছড়ির বাইশারী কলেজ উদ্বোধন করলেন পার্বত্য প্রতিমন্ত্রী

প্রকাশঃ ০৩ অগাস্ট, ২০১৮ ১২:৫৮:৫৩ | আপডেটঃ ২৫ মার্চ, ২০২৪ ০৭:২৫:১৬  |  ১৯৮১
সিএইচটি টুডে ডট কম, বান্দরবান। বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ইউনিয়নে নব প্রতিষ্ঠিত কলেজ এর শুভ উদ্বোধন করেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি। শুক্রবার সকাল সাড়ে এগারোটায় কলেজ মিলনায়তনে ফলক উম্মোচন ও বেলুন উড়িয়ে কলেজ কার্যক্রম উদ্বোধন করেন তিনি।

বেলুন উড়িয়ে কলেজ কার্যক্রম উদ্বোধন করেই বিদ্যালয় প্রাঙ্গনে এক আলোচনা সভায় অংশ নেন প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বান্দরবান জেলা আওয়ামীলীগের উপদেষ্ঠা ও পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্য কাজল কান্তি দাশ, পার্বত্য জেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ক্য সা প্রু, সদস্য লক্ষী পদ দাশ, তিং তিং ম্যা,অতিরিক্ত পুলিশ সুপার মুহাম্মদ আলী হোসেন, স্কুল পরিচালনা কমিটির সভাপতি নুরুল হাকিম, নাইক্ষ্যংছড়ি থানা অফিসার ইনচার্জ শেখ মো: আলমগীর, উপজেলা আওয়ামীলীগ সভাপতি অধ্যাপক মো: শফি উল্লাহ, সাধারণ সম্পাদক মো: ইমরান, ঘুমধুম ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জাহাঙ্গীর আজিজ, সোনাইছড়ি ইউপি চেয়ারম্যান বাহাইন মার্মা, দোছড়ি ইউপি চেয়ারম্যান আলহাজ্ব হাবিব উল্লাহ, বাইশারী ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি জাহাঙ্গীর আলম বাহাদুর, সাধারণ সম্পাদক মংথোয়াইহ্লা মার্মা প্রমুখ।

এসময় বক্তব্য রাখতে গিয়ে বিশেষ অতিথির বক্তব্যে নাইক্ষ্যংছড়ির উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া আফরিন কচি বলেন, বান্দরবানে সুন্দর এবং আধুনিক এলাকার স্বপ্ন দেখেন জনগনের নেতা বীর বাহাদুর। এ অঞ্চলে কলেজ প্রতিষ্ঠার মাধ্যমে সকলের প্রানের দাবী পূরণ করেছেন তিনি। এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা আরো বলেন, নতুন কলেজ কার্যক্রম উদ্বোধনের মধ্য দিয়ে শিক্ষার্থীদের অনেক কষ্ট লাগব হবে এবং এখন ঘরের পাশেই শিক্ষার্থীরা উন্নত শিক্ষাই শিক্ষিত হবে।

এসময় প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি বলেন, এই কলেজ প্রতিষ্ঠার মাধ্যমে বাইশারীতে একটি আলো প্রজ্জলিত হয়েছে। এখান থেকে শিক্ষার্থীরা আলোকিত এবং আদর্শবান হয়ে দেশের ও মানুষের জন্য অবদান রাখবে। অনুষ্ঠানে প্রতিমন্ত্রী কলেজের নির্মাণ কাজের জন্য কোটি টাকার বরাদ্দ প্রদানের ঘোষনা করেন।

পরে প্রতিমন্ত্রী বাইশারী ইউনিয়ন পরিষদে ১৩টি শিক্ষা প্রতিষ্ঠানে সৌর বিদ্যুৎ সিস্টেম ও ঢেউটিন বিতরণ ছাড়াও নাইক্ষ্যংছড়ি হাজী এম এ কালাম ডিগ্রী কলেজ, ছালেহ আহমদ সরকারী উচ্চ বিদ্যালয়, বালিকা উচ্চ বিদ্যালয়, আশারতলী সরকারী প্রাঃ বিদ্যালয়, সোনাইছড়ি বালিকা বিদ্যালয়, সোনাইছড়ি হোসাইনিয়া আবু হানিফা হেফজখানাসহ বাইশারীর ১৩টি শিক্ষা প্রতিষ্ঠানে অনুদানের চেক বিতরণ করেন।

শিক্ষা |  আরও খবর
এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions