শনিবার | ২৭ এপ্রিল, ২০২৪
বান্দরবানের রোয়াংছড়িতে বিভিন্ন উন্নয়ন কাজের উদ্বোধন

বর্তমান সরকারের আমলে পাহাড়ে অভুতপুর্ব উন্নয়ন কর্মকান্ড অব্যাহত রয়েছে : পার্বত্যমন্ত্রী

প্রকাশঃ ২৬ সেপ্টেম্বর, ২০২১ ০৬:৪০:৪৩ | আপডেটঃ ২৪ এপ্রিল, ২০২৪ ০২:৫৪:২৬  |  ৫৪৩
সিএইচটি টুডে ডট কম, বান্দরবান। একদিনের সফরে গিয়ে বান্দরবানের রোয়াংছড়ি উপজেলায় পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের বিভিন্ন উন্নয়ন কাজের উদ্বোধন করেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি।

২৬ সেপ্টেম্বর (রবিবার) সকালে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি রোয়াংছড়ি উপজেলা পরিষদ প্রাঙ্গনে গিয়ে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের বাস্তবায়নে ৩কোটি ১০লক্ষ টাকা ব্যয়ে রোয়াংছড়ি টাউন হল,রোয়াংছড়ি বাস টার্মিনাল ভবন, বটতলী পাড়া বৌদ্ধ বিহার,বেক্ষ্যং বিদ্যালয় ভবন উদ্ধমুখী সম্প্রসারণ ও ঘিলাফুল গণপাঠাগার নির্মাণ কাজের উদ্বোধন করেন।

এরপরে পার্বত্যমন্ত্রী নবনির্মিত রোয়াংছড়ি টাউন হলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এলাকাবাসীর সাথে এক মতবিনিময় সভায় যোগ দেন।

রোয়াছড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান চহাইমং মারমার সভাপতিত্বে এসময় মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি।

এসময় বক্তব্য রাখতে গিয়ে প্রধান অতিথি পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি বলেন,বর্তমান আওয়ামীলীগ সরকার দেশের জন্য কাজ করে যাচ্ছে। এই সরকারের আমলে সমতলের পাশাপাশি পার্বত্য এলাকায় অভূতপূর্ব উন্নয়ন কর্মকান্ড অব্যাহত রয়েছে। এসময় পার্বত্যমন্ত্রী আরো বলেন, উন্নয়নের ধারা অব্যাহত রাখতে এলাকায় শান্তি শৃংঙ্খলা বজায় রাখতে হবে আর প্রতিটি উন্নয়ন কাজের সাথে সম্পৃক্তরা সঠিকভাবে সকল কর্মকান্ড সম্পাদন করবেন যাতে উন্নয়ন টেকসই হয়। এসময় মন্ত্রী রোয়াংছড়ি উপজেলার উন্নয়নে আগামীতে আরো নতুন নতুন সড়ক নির্মাণ,পর্যটকদের যাতায়তের সুবিধার্থে পাহাড়ের আনাচে -কানাচে নতুন নতুন সড়ক , ব্রীজ ও বিভিন্ন স্থাপনা তৈরি করার আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার রেজা সরোয়ার,রোয়াংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো:ফোরকান এলাহি অনুপম,জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো.নাজমুল হাসান,পার্বত্য জেলা পরিষদের নির্বাহী প্রকৌশলী মো.জিয়াউর রহমান,পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের প্রকল্প পরিচালক মো.আব্দুল আজিজ,বান্দরবান ইউনিটের নির্বাহী প্রকৌশলী আবু বিন মো.ইয়াছির আরাফাত,সদস্য কাঞ্চনজয় তংচঙ্গ্যা,লক্ষীপদ দাশ,পার্বত্যমন্ত্রীর সহকারী একান্ত সচিব সাদেক হোসেন চৌধুরী,বান্দরবান প্রেসক্লাবের সভাপতি মো.মনিরুল ইসলাম,সাধারণ সম্পাদক মিনারুল হক, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো.ময়নুল ইসলামসহ এলাকাবাসী ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।


বান্দরবান |  আরও খবর
এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions