শুক্রবার | ১৭ মে, ২০২৪

নবসৃষ্ট প্রেসক্লাব থেকে ইমনকে অব্যাহতি

প্রকাশঃ ০২ অগাস্ট, ২০২১ ০২:৫২:৩৭ | আপডেটঃ ১৪ মে, ২০২৪ ০৩:১৫:৪৩  |  ৬৯৬
সিএইচটি টুডে ডট কম, রাঙামাটি। সামাজিক যোগাযোগ মাধ্যমে সাংবাদিকদের নিয়ে আপত্তিকর মন্তব্য করাসহ বিভিন্ন অভিযোগের প্রেক্ষিতে  “দ্য ডেইলি অবজারভার” এর রাঙামাটি প্রতিনিধি ইমতিয়াজ কামাল ইমনকে নবসৃষ্ট রাঙামাটি প্রেসক্লাব থেকে অব্যাহতি দেয়া হয়েছে।

সোমবার সংগঠনটির সভাপতি সুশীল প্রসাদ চাকমা স্বাক্ষরিত এক চিঠিতে তাকে অব্যাহতি দেয়ার বিষয়টি নিশ্চিত  করেন নব গঠিত প্রেস ক্লাবের সভাপতি । ইমন ব্যাক্তিগত ও পারিবারিক কারণে পদত্যাগ চাইলে আমরা তাকে অব্যাহতি দেই।
সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে শাওন নামের এক কাঠ ব্যবসায়ীর কাছ থেকে চাঁদা আদায়ের কথপোকথনের একটি অডিও কল রেকর্ড ভাইরাল হয়। ওই অডিও কলে ইমতিয়াজ কামাল ইমনকে আরো ২জন সাংবাদিকের পক্ষে চাঁদা আদায়ের সমন্বয়কারীর ভূমিকা রাখতে শোনা যায়।

সম্প্রতি ইমতিয়াজ কামালের বিরুদ্ধে রাঙামাটিতে কর্মরত সাংবাদিক আলমগীর মানিক ও জাহেদা বেগমের বিরুদ্ধে নিজের ফেসবুক ওয়াল ও বিভিন্ন ফেইক আইডি ব্যবহার করে ফেসবুকে নানা অপপ্রচার ও মানহানিকর তৎপরতা চালানোর অভিযোগ উঠে।

এমন অভিযোগে রাঙামাটি কোতয়ালী থানায় জিডি করেছেন বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) এর রাঙামাটি প্রতিনিধি জাহেদা বেগম।

রাঙামাটি কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন অভিযোগ পাওয়ার সত্যতা নিশ্চিত করেছেন।

রাঙামাটি |  আরও খবর
এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions