শনিবার | ২৭ জুলাই, ২০২৪

রাঙামাটি ৩ উপজেলা পরিষদ নির্বাচনের প্রতীক বরাদ্দ

প্রকাশঃ ১৩ মে, ২০২৪ ০৬:১৯:৪৩ | আপডেটঃ ২৭ জুলাই, ২০২৪ ০৫:১৩:৫৯  |  ৪৩৬
সিএইচটি টুডে ডট কম, রাঙামাটি। ষষ্ঠধাপে উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় দফায়  রাঙামাটি জেলার ৩টি উপজেলায় আগামী ২৯ মে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। উপজেলাগুলো হচ্ছে লংগদু, বাঘাইছড়ি ও নানিয়াচর। আজ সোমবার সকালে রিটানিং কর্মকর্তা প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেন। দলীয় প্রতীক না থাকায় আওয়ামীলীগের একাধিক প্রার্থী নির্বাচনে অংশ নিচ্ছে। বিএনপির প্রার্থী না থাকলেও রয়েছে আঞ্চলিক দলের প্রার্থী।

যে তিন উপজেলায় পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে যেখানে চেয়ারম্যান পদে ১০, ভাইস চেয়ারম্যান পদে ১০, মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৬ জন প্রতিদ্বন্দ্বীতা করবেন।

তৃতীয়দফার নির্বাচনে লংগদু উপজেলায় চেয়ারম্যান পদে চারজন নির্বাচন করছেন , তারা হলেন বাবুল দাশ (আনারস মার্কা) মীর সিরাজুল ইসলাম (দোয়াত কলম) আবছার আলী (আনারস) ও আব্দুল বারেক সরকার  (ঘোড়া)। 

পুরুষ ভাইস চেয়ারম্যান পদে ৩জন লড়ছেন তারা হলেন- কল্যাণ প্রিয় চাকমা (চশমা), তোফায়েল আহামদ (টিউবয়েল) ও রকিব হোসেন (বই)।

মহিলা ভাইস চেয়ারম্যান পদে আনোয়ারা বেগম (ফুটবল) ও ফাতেমা জিন্নাহ (কলস) প্রতীকে লড়ছেন।

বাঘাইছড়ি উপজেলায় চেয়ারম্যান পদে ২জন লড়ছেন। তারা হলেন সুদর্শন চাকমা  (ঘোড়া) ও অলিভ চাকমা (আনারস) প্রতীকে লড়ছেন।

পুরুষ ভাইস চেয়ারম্যান পদে ৫জন নির্বাচন করছেন, তারা হলেন- আবুল কাইয়ুম (বই), নিখিল জীবন চাকমা (উড়োজাহাজ), দীপ্তিমান চাকমা (তালা), আনোয়ার হোসেন (চশমা) ও মনছুর আলী (টিউবয়েল)।

মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২জন প্রতিদ্বন্দ্বিতা করছেন, তারা হলেন - সুমিতা চাকমা (প্রজাপতি) ও সাগরিক চাকমা (ফুটবল)।

নানিয়াচর উপজেলায় চেয়ারম্যান পদে চারজন নির্বাচন করছেন, তারা হলেন - অমর জীবন চাকমা (আনারস), জ্যোতি লাল চাকমা  (মোটর সাইকেল), প্রগতি চাকমা (কাপ পিরিচ) ও রুপম দেওয়ান  দোয়াত কলম)।

পুরুষ ভাইস চেয়ারম্যান পদে ২জন প্রতিদ্বন্দ্বিতা করছেন তারা হলেন - বিনয় কৃঞ্চ চাকমা (বই) ও সুজিত তালুকদার (টিউবওয়েল)।

মহিলা ভাইস চেয়ারম্যান পদে অনিতা চাকমা (কলস) ও কোয়ালিটি চাকমা (প্রজাপতি)। 

এসব উপজেলায় আগামী ২৯ মে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

রাঙামাটি |  আরও খবর
এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions