শুক্রবার | ২৬ এপ্রিল, ২০২৪

বান্দরবানে ভাল্লুকের আক্রমণে জুম চাষি আহত

প্রকাশঃ ৩০ জুলাই, ২০২১ ০১:২৮:৫৩ | আপডেটঃ ২৫ এপ্রিল, ২০২৪ ০১:৪৮:১৯  |  ৫৫৭
সিএইচটি টুডে ডট কম, বান্দরবান।  বান্দরবানে আবারো ভাল্লুকের আক্রমণে একজন চাষি আহত হয়েছে।  প্রুসাউ মারমা (৪৭) নামের ঐ জুম চাষি বর্তমান রুমা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছেন। 

শুক্রবার (৩০ জুলাই) দুপুরের দিকে রুমা উপজেলার পাইন্দু ইউনিয়নের হ্যাপিহীল পাড়ার কাছে বনে এ ঘটনা ঘটে। আহত প্রুসাউ মারমা উপজেলার নিয়ংক্ষ্যং পাড়ার মংদাক মারমার ছেলে। স্থানীয়রা জানিয়েছেন পাইন্দু ইউনিয়নের হ্যাপিহীল পাড়া এলাকার বনাঞ্চলে জুমে কাজ করতে গিয়ে  ভালুকের আক্রমণের শিকার  হয়ে প্রুসাউ মারমা মারাত্মক জখম হয়। তাদের চিৎকার শুনে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে।

উল্লেখ্য, গত ২০ এপ্রিল বান্দরবানে জুম থেকে ফেরার পথে বুনো ভালুকের আক্রমণে শিকার হয়েছে ক্রংতং ম্রো (৩৫) নামে এক জুমচাষী। পরে ১৪ মার্চ বান্দরবানে ফের ভাল্লুকের আক্রমণে ক্রইল মুরং (৭৬) নামে এক জুষ চাষি আহত হয়। গত ২৬ ফেব্রুয়ারি বান্দরবানের চিম্বুক পাহাড়ে ভাল্লুকের আক্রমণে দুজন মারাত্মকভাবে আহত হয়। .

বান্দরবান |  আরও খবর
এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions