শনিবার | ২৭ এপ্রিল, ২০২৪

করোনা ভাইরাস পরীক্ষায় বান্দরবানে জিন এক্সপার্ট মেশিন স্থাপন

প্রকাশঃ ২৯ জুলাই, ২০২১ ০৭:২৫:৪০ | আপডেটঃ ২৬ এপ্রিল, ২০২৪ ০৭:৩০:৩৭  |  ৫৭৮
সিএইচটি টুডে ডট কম, বান্দরবান। করোনা ভাইরাস পরীক্ষায় আরও একধাপ এগিয়ে গেল বান্দরবান সদর হাসপাতাল। এখন থেকে বান্দরবান সদর হাসপাতালে খুব সহজেই করোনা পরীক্ষা করা যাবে। এ কাজে বান্দরবান সদর হাসপাতালে বসানো হয়েছে জিন এক্সপার্ট মেশিন। প্রতিদিন ৮জন করে করোনা পরীক্ষা করানো যাবে এই মেশিন দিয়ে।

২৯ জুলাই (বৃহস্পতিবার) দুপুরে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই  জিন এক্সপার্ট মেশিনটির উদ্বোধন করেন।

এসময় জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি, সিভিল সার্জন ডাঃ অংসুই প্রু মারমা, অতিরিক্ত পুলিশ সুপার অশোক কুমার পাল, পৌরসভার মেয়র মোহাম্মদ ইসলাম বেবীসহ বিশেষজ্ঞ চিকিৎসক ও সরকারি বেসরকারী কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সিভিল সার্জন জানান, এতদিন বান্দরবানের রোগীদের নমুনা সংগ্রহ করে চট্টগ্রাম ও কক্সবাজার ল্যাব থেকে পরীক্ষা করে ৩-৪দিন পর বান্দরবানের রোগীদের রির্পোট দেয়া হতো আর এখন এই জিন এক্সপার্ট মেশিন স্থাপনের মাধ্যমে এখন থেকে বান্দরবান সদর হাসপাতালে করোনা রোগীদের নমুনা সংগ্রহ করে পরীক্ষা করে রির্পোট দেয়া যাবে।

সিভিল সার্জন আরো জানান, বান্দরবান সদর হাসপাতাল ছাড়াও লামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনা রোগী শনাক্তে একটি জিন এক্সপার্ট মেশিন বসানো হয়েছে, এছাড়া এন্টিজেন পরীক্ষার মাধ্যমেও করোনা রোগী শনাক্তে কাজ চলছে।  শীঘ্রই সদর হাসপাতালে একটি পিসিআর ল্যাব বসানো হবে বলেও  জানান সিভিল সার্জন।

বান্দরবান |  আরও খবর
এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions