শনিবার | ২৭ এপ্রিল, ২০২৪

বান্দরবানে লকডাউন কার্যকরে মাঠে কাজ করছে পুলিশ,বিজিবি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট

প্রকাশঃ ২৬ জুলাই, ২০২১ ০৭:১৮:০০ | আপডেটঃ ২৬ এপ্রিল, ২০২৪ ০৫:১৮:০৯  |  ৫২৭
সিএইচটি টুডে ডট কম, বান্দরবান। বান্দরবানে কঠোর বিধিনিষেধের ৪র্থদিনে সব রকমের গণপরিবহন চলালচল বন্ধ রয়েছে। গন পরিবহনের পাশাপাশি বন্ধ রয়েছে অনেক ব্যবসায়ীক প্রতিষ্টান।

লকডাউনের কারনে আভ্যন্তরীন সড়কে কিছু পরিমান রিকশা,মোটর সাইকেল চলাচল করলে ও সীমিত আকারে চলাচল করছে সাধারণ জনগণ।

এদিকে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটদের সমন্বয়ে ১৮টি ভ্রাম্যামান আদালতের টিম যানবাহনের গতিবিধি ও সাধারণ মানুষের অবাধ চলাচল নিয়ন্ত্রণ করছে,সেই সাথে পুলিশ,সেনাবাহিনী,বিজিবি ও র‌্যাবের সদস্য শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে ম্যাজিস্ট্রেটদের সাথে সমন্ধয় করে লকডাউন বাস্তবায়নে কাজ করছে। লকডাউন অমান্যকারীদের ভ্রাম্যমান আদালতের মাধ্যমে জরিমানা করা হচ্ছে।

বিধিনিষেধ না মানায় শুধু জুলাই মাসেই লকডাউন চলাকালে বান্দরবানে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ৫৩১টি মামলা দায়ের করা হয়েছে আর ১লক্ষ ৮৮ হাজার ৫০ টাকা জরিমানা আদায় করা হয়েছে।

বান্দরবান |  আরও খবর
এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions