শুক্রবার | ২৬ এপ্রিল, ২০২৪

কাপ্তাইয়ে দীপংকর তালুকদার এমপি'র ত্রান বিতরণ

প্রকাশঃ ১৯ জুলাই, ২০২১ ০৯:৪৪:১৫ | আপডেটঃ ২৪ এপ্রিল, ২০২৪ ০৬:৪০:৩৫  |  ৬৫৭
সিএইচটি টুডে ডট কম, কাপ্তাই ( রাঙামাটি)। পবিত্র ঈদ উল আযহা উপলক্ষে  রাঙামাটির কাপ্তাইয়ে প্রায়  ৯শত     অসহায় ও দরিদ্র পরিবারের মাঝে ত্রান সামগ্রী বিতরণ করেন খাদ্য মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি রাঙামাটির সংসদ সদস্য দীপংকর তালুকদার।

সোমবার ( ১৯ জুলাই)  সকালে প্রথমে তিনি ৪ নং  কাপ্তাই  ইউনিয়নে পবিত্র ঈদ উল আযহা উপলক্ষে ভিজিএফ কর্মসূচীর  সরকারের দুর্যোগ ও ত্রান মন্ত্রনালয় হতে প্রাপ্ত মাননীয় প্রধানমন্ত্রীর উপহার হিসাবে দেওয়া ৩ শত ৩০ জনের মাঝে পরিবার প্রতি ১০ কেজি চাল বিতরণ করেন।
এরপর তিনি উপজেলা সদর বড়ইছড়িতে আরোও ২শত পরিবারের মাঝে ত্রান সামগ্রী বিতরণ করেন।

১ নং চন্দ্রঘোনা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কামরুল হোসেন এর উদ্যোগে এই ত্রাণ সামগ্রী প্রদান করা হয়।

বিতরণকৃত ত্রান সামগ্রীর মধ্যে ছিল প্রতি প্যাকেটে চাল ৮ কেজি, পেঁয়াজ ১ কেজি, আলু ২ কেজি, মসুর ডাল আধা কেজি, তেল আধা কেজি এবং লবন আধা কেজি।

সবশেষে তিনি ১ নং চন্দ্রঘোনা ইউনিয়ন পরিষদে ঈদ উল আযহা উপলক্ষে ভিজিএফ কর্মসূচীর  সি এন জি চালক সহ আরোও ৩ শত ৩০ জনের মাঝে মাননীয় প্রধানমন্ত্রীর উপহার হিসাবে দেওয়া পরিবার ১০ কেজি করে চাল বিতরণ করেন।

বিতরণ অনুষ্ঠানে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ সদস্য ও কাপ্তাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি অংসুইছাইন চৌধুরী, সদস্য দীপ্তিময় তালুকদার  উপজেলা পরিষদের চেয়ারম্যান মফিজুল হক, কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার মুনতাসির জাহান, কাপ্তাই থানার ওসি মোঃ নাসির উদ্দীন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল হান্নান,  কাপ্তাই উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইব্রাহিম খলীল,  জেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক মোঃ হানিফ, ১ নং চন্দ্রঘোনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম বেবী, ৪ নং কাপ্তাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রকৌশলী আবদুল লতিফ,  কেপিএম সিবিএ সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বাচ্চু, চন্দ্রঘোনা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কামরুল হোসেন  সহ আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

রাঙামাটি |  আরও খবর
এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions