শুক্রবার | ২৬ এপ্রিল, ২০২৪

রাঙামাটিতে লকডাউন কার্যকরে মোবাইল কোর্টের অভিযান অব্যাহত

প্রকাশঃ ০৯ জুলাই, ২০২১ ১২:৫২:৩৮ | আপডেটঃ ২৩ এপ্রিল, ২০২৪ ০৯:০৮:১৩  |  ৬৮২
সিএইচটি টুডে ডট কম, রাঙামাটি। রাঙামাটিতে কঠোর লকডাউনের নবমদিন চলছে , শপিংমল বন্ধ থাকলেও রাঙামাটির সড়কে বেড়েছে সাধারণ মানুষের চলাচল ও ব্যক্তিগত গাড়ির সংখ্যা। রাঙামাটির বিভিন্ন সড়ক ঘুরে দেখা যায়, অন্যান্য দিনের তুলনায় রাস্তাঘাটে মানুষের উপস্থিতি ছিলো বেশী। শহরে একমাত্র গণপরিবহন সিএনজি অটোরিক্সা ও ব্যক্তিগত গাড়ি নিয়ে বাসা থেকে বের হয়েছেন অনেকে।  

এদিকে করোনা সংক্রামনের হার দিন দিন বৃদ্ধি পাওয়ায় রাঙামাটি জেলা প্রশাসনের  পক্ষ থেকে মোবাইল কোর্টের তৎপরতা আরো বাড়ানো হয়েছে। আজো শহরের বনরুপা, তবলছড়ি ও রিজার্ভবাজার এলাকায় রাঙামাটি জেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালত অভিযান পরিচালনা করে, এসময় মাস্ক পরিধান না করায় এবং যানবাহনের কাগজপত্র দেখাতে না পারায় ৮ টি মামলায় ৬,৫০০ টাকা জরিমানা করা হয়। এছাড়া কোভিড (১৯) আক্রান্ত ব্যক্তিদের ৮টি বাড়ী লাল পতাকা দ্বারা চিহ্নিত করা হয়।

মোবাইল কোর্টের কার্যক্রমে রাঙামাটি জেলা প্রশাসনকে সহায়তা করতে মাঠে রয়েছে বিজিবি, পুলিশ, আনসার ও আর্মড ব্যাটালিয়ানের সদস্যরা।
রাঙামাটি পিসিআর ল্যাবে গত ২৪ ঘন্টায় পরীক্ষা করেছেন ৯৫জন, এরমধ্যে পজেটিভ এসেছে ২৮ জনের।   

রাঙামাটি |  আরও খবর
এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions