রবিবার | ১৯ মে, ২০২৪

পর্যটক রাখায় হোটেল হিল অ্যাম্বোসেডরকে এবার ২০ হাজার টাকা জরিমানা

প্রকাশঃ ১৮ জুন, ২০২১ ০৯:৩৩:১২ | আপডেটঃ ১৭ মে, ২০২৪ ০২:৪৫:২১  |  ৮৪৩
সিএইচটি টুডে ডট কম, রাঙামাটি। রাঙামাটিতে হঠাৎ করে বেড়ে গেছে করোনা আক্রান্তের সংখ্যা, আর সংক্রামণ রোধে স্বাস্থ্যবিধি মানাতে ও মাস্ক নিশ্চিতে জেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালতে অভিযান অব্যাহত রয়েছে।

আজ শুক্রবার সকালে শহরের কাঁঠালতলী ও ফিশারীঘাট  এলাকায় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট আবদুর রহমানের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়, এসময় পর্যটক রাখার দায়ে হোটেল  হিল অ্যাম্বোসেডরকে ২০, হাজার টাকা জরিমানা করা হয়, এর আগে একই কারণে গত ৮জুন ওই হোটেলকে ১০ হাজার জরিমানা করা হয়েছিলো। এসময় পর্যটকদের সর্তক করা হয়।

এছাড়া মাস্ক না পড়ায় ৪জনকে ৮শ টাকা এবং ড্রাইভিং লাইসেন্স না থাকায় ২জন সিএনজি চালককে সড়ক পরিবহন আইনে ১ হাজার টাকা জরিমানা করা হয়।

রাঙামাটি জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট আবদুর রহমান জানান, পর্যটন স্পট বন্ধ থাকা সত্বেও কেউ কেউ হোটেলগুলোতে পর্যটক রাখছে, যারা সরকারি নির্দেশনা অমান্য করবে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

অভিযানের সময় জেলা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।
   

রাঙামাটি |  আরও খবর
এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions