শুক্রবার | ২৬ এপ্রিল, ২০২৪

বান্দরবানে সেনাবাহিনীর উদ্যোগে অসহায় ও সুবিধা বঞ্চিতদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

প্রকাশঃ ৩০ এপ্রিল, ২০২১ ০৬:২৮:১৩ | আপডেটঃ ২৬ এপ্রিল, ২০২৪ ০৮:৫১:০৪  |  ৭১০
সিএইচটি টুডে ডট কম, বান্দরবান। বান্দরবানে সেনা জোনের উদ্যোগ অসহায় ও সুবিধা বঞ্চিত মানুষের জন্য খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

২৯এপ্রিল (বৃহস্পতিবার) বিকেলে বান্দরবান সেনা জোন এলাকায় অসহায় ও সুবিধা বঞ্চিত জনসাধারণকে সামাজিক দুরত্ব নিশ্চিত করে এই খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

২৪ পদাতিক ডিভিশনের নির্দেশনায় বান্দরবান সেনা রিজিয়নের তত্বাবধানে সেনা জোনের পরিচালনায় এসময় শতাধিক পরিবারের মাঝে মানবিক সহায়তা হিসেবে পরিবার প্রতি ৫কেজি চাউল, ২কেজি আটা, ১ কেজি লবন,১ কেজি চিনি,৫০০ গ্রাম তেল, ১ কেজি ছোলা, ২ কেজি বুটের ডাল বিতরণ করা হয়।

এছাড়া ও সেনাবাহিনীর উদ্যোগে জেলা সদরের লাংঙ্গী পাড়া, ক্যাচিংঘাটা, মধ্যম পাড়া, উজানি পাড়া, আর্মি পাড়া,মেম্বারপাড়াসহ বিভিন্ন পাড়ার অসহায়-সুবিধা বঞ্চিত পরিবারের মাঝে বিভিন্ন রকমের ত্রাণ সহায়তা অব্যাহত রয়েছে। আগামীতে ও এই ধরণের কার্যক্রম অব্যাহত থাকবে বলে সেনা কর্মকর্তারা জানান।


বান্দরবান |  আরও খবর
এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions