শুক্রবার | ২৬ এপ্রিল, ২০২৪

রাঙামাটির শিমুলতলীতে আগুনে পুড়ে গেছে ১০ টি দোকান

প্রকাশঃ ০৫ এপ্রিল, ২০২১ ০৪:১৫:৫০ | আপডেটঃ ২৪ এপ্রিল, ২০২৪ ০৩:৪৭:০৭  |  ৮১৫
সিএইচটি টুডে ডট কম, রাঙামাটি। রাঙামাটি চট্টগ্রাম সড়কের শিমুলতলীতে অগ্নিকান্ডে ১০ টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। রোববার রাত ১০ টার দিকে একটি চায়ের দোকান থেকে আগুনের সুত্রপাত ঘটে। ফায়ার সার্ভিসের ২ টি ইউনিট স্থানীয়দের সহযোগিতায় প্রায় দেড় ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

প্রত্যক্ষদর্শীরা জানায় রাত ১০ টার দিকে রাঙামাটি চট্টগ্রাম সড়কের শিমুলতলী এলাকায় একটি চায়ের দোকানে আগুন দেখতে পায়। তাৎক্ষনিক আমরা সকলে দোকানের তালা ভেঙ্গে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেও ব্যর্থ হই। পরে ফায়ার সার্ভিসকে খবর দিলে ফায়ার সার্ভিকের লোকজন এসে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে।

রাত সাড়ে ৯ টা থেকে প্রবল দমকা হাওয়া বইতে শুরু করে। এ সময় আগুনের সুত্র পাত ঘটলে আগুন মুহুর্তের মধ্যে চারিদিকে ছড়য়ে পড়ে। ফায়ার সার্ভিসের কর্মীরা প্রায় দেড় ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনত সক্ষম হয়।

ফায়ার সার্ভিসের উপ-পরিচালক মোঃ মহসিন জানান, রাত ১০ টার দিকে আমরা খবর পেয়ে ফায়ার সার্ভিসের ২ টি ইউনিট চেস্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হই। আপনারা জানেন আজ সন্ধ্যা থেকে বাতাস বয়ে যাওয়ার কারণে দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। আমাদের ফায়ার সার্ভিসের পানি শেষ গেলেও পাসপোর্ট অফিসের পানির সোর্স পাওয়ায় আমরা আগুন পুরোপুরি নিন্ত্রণে আনতে সক্ষম হয়েছি।


রাঙামাটি |  আরও খবর
এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions