বৃহস্পতিবার | ০৯ মে, ২০২৪

রাঙামাটি জেলা প্রশাসকের সাথে রাঙামাটি প্রেসক্লাব নেতৃবৃন্দের সাক্ষাৎ

প্রকাশঃ ০২ ফেব্রুয়ারী, ২০২১ ০৭:৩১:০৮ | আপডেটঃ ০৫ মে, ২০২৪ ০১:৪০:৫৪  |  ৮৪৩
সিএইচটি টুডে ডট কম, রাঙামাটি। রাঙামাটি জেলা প্রশাসক একে এম মামুনুর রশীদ মামুনের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত রাঙামাটি প্রেসক্লাবের নেতৃবৃন্দ।  মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ে জেলা প্রশাসকের কক্ষে এ সৌজন্য স্বাক্ষাৎ করেন রাঙামাটি প্রেসক্লাবের নেতৃবৃন্দ।

এ সময় জেলা প্রশাসক প্রেসক্লাবের নেতৃবৃন্দকে অভিনন্দন জানিয়ে অতীতের ন্যায় আগামীতেও জেলা প্রশাসনের সাথে থাকার আহবান জানান। এ সময় তিনি জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রেসক্লাবকে সহযোগীতার আশ^াস প্রদান করেন।

সাক্ষাৎকালে প্রেসক্লাবের নেতৃবৃন্দ বলেন এ প্রেসক্লাব পেশাদার সাংবাদিকদের নিয়ে গঠিত হয়েছে। দেশের মুল ধারার সব গণমাধ্যমগুলো এ প্রেসক্লাবের সাথে যুক্ত হয়েছেন। রুবেল আনোয়ারদের নিয়ে তথাগঠিত প্রেসক্লাবটি সাংবাদিকদের প্রতিনিধিত্ব করে না। এরা একটি বিল্ডিংয়ের প্রতিনিধিত্ব করে। এখানে কোন পেশাদার সাংবাদিক নেই। এসময় তথাগঠিত সে প্রেস ক্লাবের সাধারণ সম্পাদকের অবস্থান নিয়েও জেলা প্রশাসককে অবহিত করেন প্রেসক্লাব নেতৃবৃন্দ। এসময় প্রেসক্লাব নেতৃবৃন্দ বলেন তথাগঠিত সেই প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বাংলাদেশের স্বাধীনতা বিরোধী জামাতে মুখপত্র দৈনিক সংগ্রামের প্রতিনিধিত্ব করে। এদের সাথে হাত মিলিয়েছে সাখাওয়াত হোসেন রুবেল। এদের হাতে কোন গণমাধ্যম নেই।

এ সময় উপস্থিত ছিলেন, রাঙামাটি প্রেসক্লাবের সভাপতি সুশীল প্রসাদ চাকমা, সহ সভাপতি মিল্টন বড়–য়া, কামাল উদ্দিন, চৌধুরী হারুনর রশীদ, সাধারণ সম্পাদক নন্দন দেবনাথ, যুগ্ম সম্পাদক জিয়াউর রহমান জিয়া, শান্তিময় চাকমা, সৈকত রঞ্জন চৌধুরী, তথ্য ও প্রচার সম্পাদক হিমেল চাকমা, অর্থ সম্পাদক এম কামাল উদ্দিন, নারী বিষয়ক সম্পাদক ফাতেমা জান্নাত মুমু, সহ প্রেসক্লাবের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।


রাঙামাটি প্রেসক্লাবের তথ্য ও প্রচার সম্পাদক হিমেল চাকমা প্রেরিত এক প্রেসবিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।



রাঙামাটি |  আরও খবর
এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions