মঙ্গলবার | ১৯ মার্চ, ২০২৪

রাঙামাটি পৌরসভা নির্বাচনে মেয়র পদে ৫ প্রার্থী, কাউন্সিলার পদে ৬৩জনের মনোনয়নপত্র জমা দান

প্রকাশঃ ১৭ জানুয়ারী, ২০২১ ১০:৫৪:২৩ | আপডেটঃ ১৮ মার্চ, ২০২৪ ১২:৩৯:১৮  |  ৯৫১
সিএইচটি টুডে ডট কম, রাঙামাটি। পাহাড়ি জেলা রাঙামাটি পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ১৪ ফেব্রুয়ারি। মেয়র পদে ৭ জন মনোনয়ন পত্র সংগ্রহ করলেও রবিবার (১৭ জানুয়ারি) মনোনয়নপত্র জমা দেয়ার শেষ দিনে ৫ প্রার্থী মনোনয়ন পত্র জমা দিয়েছেন।

তারা হলেন, আওয়ামীলীগের বর্তমান মেয়র আকবর হোসেন চৌধুরী, বিএনপির মনোনীত প্রার্থী অ্যাডভোকেট মামুনুর রশিদ মামুন, আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী অমর কুমার দে, জাতীয় পার্টির প্রজেশ চাকমা, বিপ্লবী ওয়ার্কাস পার্টির আব্দুল মান্নান রানা।

এছাড়া সাধারণ কাউন্সিলর পদে ৪৫ জন মনোনয়ন পত্র সংগ্রহ করলেও জমা দিয়েছেন ৪৩ জন। সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ২০ জন মনোনয়ন পত্র জমা দিয়েছেন। আগামী ১৯ জানুয়ারি যাচাই-বাছাই এবং ২৬ জানুয়ারি প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন। এরপরই প্রতীক বরাদ্দের মাধ্যমে প্রার্থিরা নির্বাচনী লড়াইয়ে অবতীর্ণ হবেন।

১৯৬৭ সালে টাউন কমিটি দিয়ে গঠিত এ পৌরসভার যাত্রা ১৯৭২ সালের ৮ মে। এ পৌরসভার আয়তন ৬৪ দশমিক ৭২ বর্গকিলোমিটার। ৯টি ওয়ার্ড নিয়ে গঠিত রাঙামাটি পৌরসভার বর্তমান জনসংখ্যা ৬২ হাজার ৮৮৪ জন। তাদের মধ্যে পুরুষ ৩৪ হাজার ২৫২ জন এবং নারী ২৮ হাজার ৬৩২ জন।


রাঙামাটি |  আরও খবর
এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions