শনিবার | ২৭ এপ্রিল, ২০২৪

বিএনপি জামাতের পরিকল্পিত হত্যার শিকার যুবলীগ নেতা বাছির: অংসুইপ্রু চৌধুরী

প্রকাশঃ ৩০ ডিসেম্বর, ২০২০ ১১:০৯:২২ | আপডেটঃ ১৮ এপ্রিল, ২০২৪ ০৮:২৬:১৭  |  ৮৫৮
সিএইচটি টুডে ডট কম, কাউখালী (রাঙামাটি)। কাউখালী উপজেলার ঘাগড়া ইউনিয়ন যুবলীগের সাবেক সাধারন সম্পাদক বাছির বিএনপি জামাতের পরিকল্পিত হত্যার শিকার। এই রক্তের হলিখেলা বিএনপি জামাতের জন্মগত স্বভাব। বাছির হত্যার বিচার কোন শক্তিই রুখতে পারবে না। যেখানেই থাকুক এই বাংলার মাটিতে তাদের বিচার করা হবে।

বুধবার সকালে কাউখালী উপজেলা অডিটরিয়ামে বাছির উদ্দিনের দ্বিতীয় মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে ঘাগড়া ইউনিয়ন যুবলীগ কর্তৃক আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাঙামাটি পার্বত্য জেলার পরিষদের চেয়ারম্যান ও কাউখালী উপজেলা আওয়ামীলীগের সভাপতি এ কথা বলেন।

তিনি আরও বলেন  ১৫ আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার পর চক্রান্তকারীরা ভেবেছিল তাঁর আদর্শ মুছে ফেলা যাবেনা। তাই তারা বঙ্গবন্ধুর আদর্শের কান্ডারী জাতীয় চার নেতা সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দীন আহমদ, ক্যাপ্টেন এম মনসুর আলী ও এ এইচ এম কামারুজ্জামানকে কারাবন্ধী অবস্থায় নির্মমভাবে হত্যা করে। কিন্তু তাদের ধারণা ভুল প্রমাণ হয়েছে। এরকম হাজারো নেতাকর্মীকে হত্যা করলেও যতদিন বাংলাদেশ থাকবে, ততদিন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার আদর্শ চির অম্লান থাকবে। বক্তব্য প্রধান অতিথি বাছির হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন।

উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক নাজিম উদ্দিনের সঞ্চালনায়, ঘাগড়া ইউনিয়ন যুবলীগের সভাপতি আমির উদ্দিনের সভাপতিত্বে মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভায় অন্যান্যদের মধ্য উপস্থিত ছিলেন-  উপজেলা পরিষদের চেয়ারম্যান সামশু দোহা চৌধুরী, কাউখালী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অংপ্রু মারমা, মহিলা ভাইস চেয়ারম্যান নিংবাইউ মারমা, উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি ক্যজাই মারমা, সাধারণ সম্পাদক এরশাদ সরকার, সাবেক যুগ্ন সম্পাদক বেলাল উদ্দিন, সাবেক সাংগঠকি সম্পাদক ক্যাচিং মারমা, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বাহার উদ্দিন মিয়া, ঘগড়া ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি কাজী সিরাজ উদ্দিন কাউসার, কলমপতি ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি ইমাম উদ্দিন, সাধারণ সম্পাদক মংমং মারমা, উপজেলা যুবলীগের সভাপতি অংক্যজ মারমা, সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন, যুগ্ন সম্পদক শফিকুর রহমান শরিফ, যুবলীগ নেতা জাহাঙ্গীর আলম আকাশ, মো. সোহেল, উপজেলা ছাত্রলীগের সভাপতি থুইশি মারমা, সাধারণ সম্পাদক শাহিন আলম অভি সহ আওয়ামীলীগ অংঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

প্রসঙ্গ- ২০১৮ সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন সকালে ভোটকেন্দ্রে যাওয়ার পথে বিএনপি, জামাত নেতাকর্মীদের হামলায় গুরুতর আহত হলে চট্টগ্রাম নেওয়ার পথে মারা যায় যুবলীগ নেতা বাছির উদ্দিন।



রাঙামাটি |  আরও খবর
এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions