শনিবার | ২৭ এপ্রিল, ২০২৪
পার্বত্য চট্টগ্রামে বাঁশের উৎপাদন বাড়াতে ২৩ কোটি টাকার প্রকল্প

উন্নয়ন বোর্ডের বাঁশের চারা বিতরণ

প্রকাশঃ ০৭ জুলাই, ২০১৮ ০৮:২২:২৮ | আপডেটঃ ২৪ এপ্রিল, ২০২৪ ০৪:০০:৫৯  |  ১২৫৩
সিএইচটি টুডে ডট কম, রাঙামাটি। পার্বত্য চট্রগ্রামে বাঁশের উৎপাদন বাড়াতে ২৩ কোটি ৭৮ লক্ষ টাকা ব্যায়ে পাহাড়ে বাঁশ উৎপাদন প্রকল্প হাতে নেয়া হয়েছে।  
পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের অর্থায়নে এ প্রকল্পের আওতায় তিন পার্বত্য জেলায় ১৩ হাজার বাশের বাঁশের বাগান সৃজন করা হবে।  এর মাধ্যমে  ৪২২০ পরিবারের মাঝে ২৮ লক্ষ ৬০ হাজার বাশের চারা বিতরণ করা হবে।  
আজ শনিবার সকালে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড চেয়ারম্যান নব বিক্রম কিশোর ত্রিপুরা রাঙামাটি জেলায প্রকল্পের উদ্বোধন করে সাপছড়ি ইউনিয়নের পাহাড়ি নারীদের মাঝে বাঁশের চারা বিতরণ কালে এ কথা বলেন।  
পার্বত্য চট্টগ্রামে বাশঁ উৎপাদন প্রকল্পের প্রকল্প পরিচালক শাহিনুর ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উন্নয়ন বোর্ডের ভাইস চেয়ারম্যান তরুণ কান্তি ঘোষ, বোর্ডের সদস্য বাস্তবায়ন ড. প্রকাশ কান্তি চৌধুরী ও সাপছড়ি ইউপি চেয়ারম্যান মৃণাল কান্তি চাকমা।
বক্তারা বলেন পরিবেশ বিপর্যয় ও ব্যাপক হারে বাঁশ নিধনের কারনে পার্বত্য চট্রগ্রামে বাঁশের উৎপাদন আশংকা জনক হারে কমে যাচ্ছে।  পাহাড়ে বাঁশের উৎপাদন বাড়ানোর পাশাপাশি অনগ্রসর জনগোষ্ঠীর আর্থসামাজিক অবস্থার উন্নয়নের লক্ষ্যে বাঁশ উৎপাদন প্রকল্প হাতে নেয়া হয়েছে।  এর ফলে বাশের উৎপাদন বৃদ্ধির পাশাপাশি পরিবেশ রক্ষা রক্ষা হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
পরে সাপছড়ি ইউনিয়নের ৭০ জন পাহাড়ী মহিলার মাঝে ২১৫টি করে বাশেঁর চারা বিতরন করা হয়।

রাঙামাটি |  আরও খবর
এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions