মঙ্গলবার | ১৯ মার্চ, ২০২৪

হত্যা মামলায় কাপ্তাই চিৎমরম ইউপি চেয়ারম্যানসহ গ্রেফতার ২

প্রকাশঃ ২৮ নভেম্বর, ২০২০ ০৩:৪৬:৪০ | আপডেটঃ ১৮ মার্চ, ২০২৪ ০৪:৪৬:৩৫  |  ৮২১
সিএইচটি টুডে ডট কম, রাঙামাটি। রাঙামাটির কাপ্তাইয়ে হত্যা মামলায় এজাহারভুক্ত আসামি দুই জনপ্রতিনিধিকে গ্রেফতার করা হয়েছে। চিৎমরমে অভিযান চালিয়ে শুক্রবার সন্ধ্যায় তাদের আটক করা হয়। গ্রেফতারকৃতরা হলেন- চিৎমরম ইউনিয়নের চেয়ারম্যান খ্যাইসা অং মারমা (৫৫) ও একই ইউনিয়নের ৬নং ওয়ার্ডের ইউপি সদস্য সিংথোয়াই মারমা (৫০)।

গত ২০ নভেম্বর রাজস্থলী উপজেলার বাসিন্দা তুইনুমং মারমাকে গুলি করে সশস্ত্র সন্ত্রাসীরা। ২২ নভেম্বর চিকিৎসাধীন অবস্থায় তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে মারা যায়। পরবর্তীতে নিহতের মা ওয়াংচিং মারমা ২৩ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামাদের আসামী করে রাজস্থলী থানায় মামলা করে। এজাহারভুক্ত আসামী হওয়ায় চেয়ারম্যান খ্যাইসা অং মারমা (৫৫) ও একই ইউনিয়নের ৬নং ওয়ার্ডের ইউপি সদস্য সিংথোয়াই মারমাকে (৫০) নিরাপত্তাবাহিনী গ্রেফতার করে। পরে রাতে তাদের পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

গ্রেফতারকৃতদের আজ সকালে রাঙামাটি জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট বেলাল হোসেন এর আদালত তোলা  হলে আদালত তাদের জেলহাজতে প্রেরণের নির্দেশ দেয়। মামলার পরবর্তী শুনানি ২৪ ডিসেম্বর ধার্য্য করা হয়।

 


রাঙামাটি |  আরও খবর
এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions