মঙ্গলবার | ১৯ মার্চ, ২০২৪

কাপ্তাইয়ে মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রয় করায় জরিমানা

প্রকাশঃ ২৭ অক্টোবর, ২০২০ ১১:৫৮:৫৩ | আপডেটঃ ১৬ মার্চ, ২০২৪ ০৫:৫২:৫৯  |  ৭২৯
সিএইচটি টুডে ডট কম, কাপ্তাই (রাঙামাটি)। কাপ্তাইয়ে মেয়াদোত্তীর্ণ পণ্য ও ফ্রিজে রেখে পালক সহ আস্ত মুরগী বিক্রয়ের অপরাধে ৩দোকানীকে জরিমানা করা হয়েছে। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মুনতাসির জাহান।

কাপ্তাই উপজেলা নির্বাহী ম্যাজিষ্ট্রেট মুনতাসির জাহান বলেন, মঙ্গলবার (২৭ই অক্টোবর) বিকালে উপজেলার বইড়ছড়ি এলাকায় অভিযান চালিয়ে কামাল স্টোর, তুষার স্টোর ও রাহাত স্টোরকে ৪হাজার টাকা জরিমানা করা হয়। এসময় মরা ও পালক সহ গলা কাটা অবস্থায় আস্ত মুরগী ফ্রিজিং করে বিক্রয় এবং মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রয়ের দায়ে এসব প্রতিষ্ঠানকে ভোক্তা সংরক্ষণ অধিকার আইনে মামলা দায়ের সহ ৪হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। অভিযানের সময় জনগণকে করোনা  মোকাবেলায় সার্বক্ষণিক মাস্ক পরিধানের বিষয়ে সচেতন ও উদ্বুদ্ধ করা হয়।

রাঙামাটি |  আরও খবর
এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions