বৃহস্পতিবার | ১৬ মে, ২০২৪

রাঙামাটিতে উপজেলা ও ইউনিয়ন আনসার কমান্ডার ও দল নেতাদের মাঝে সাইকেল বিতরণ

প্রকাশঃ ০৪ অক্টোবর, ২০২০ ০১:৫৬:১৮ | আপডেটঃ ১৪ মে, ২০২৪ ১১:৪০:৫৫  |  ৮৭৫
সিএইচটি টুডে ডট কম, রাঙামাটি। রাঙামাটির সকল উপজেলা ও ইউনিয়ন আনসার কমান্ডাার ও ইউনিয়ন দলনেতা/দলনেত্রীদের মাঝে বাইসাইকেল বিতরণ করা হয়েছে। রোববার সকাল ১১ টায় রাঙামাটি শহরের জেলা আনসার ভিডিপি কার্যালয়ে সাইকেল বিতরণ করেন রাঙামাটি জেলা আনসার ও ভিডিপির জেলা কামান্ড্যান্ট (অতি:দায়িত্ব) মো: তরফদার আলমগীর হোসেন।এসময় আরো উপস্থিত ছিলেন সহকারী জেলা কমান্ড্যান্ট মো: আব্দুল মোমতাকিন।

সাইকেল বিতরণ অনুষ্ঠানে জেলা কামান্ড্যান্ট (অতি:দায়িত্ব) মো: তরফদার আলমগীর হোসেন বলেন, পাহাড়ী এলাকায় সন্ত্রাসী কার্যক্রমকে দূরভীত করার জন্য এবং এলাকাকে সন্ত্রাস মুক্ত রাখার জন্য আইনশৃংখলাবািহনীকে দ্রুত তথ্য প্রদানের জন্য সকল আনসার কমান্ডার ও ইউনিয়ন দলনেতাদের এ সাইকেল বিতরণ করা হচ্ছে।

তিনি আরো বলেন, এ পার্বত্য রাঙামাটিতে ২৯৭০জন হিলভিডিপি, ১২০ জন হিল আনসার, ৬টি ব্যাটালিয়ান রয়েছে। প্রত্যেকটি ব্যাটালিয়ানে ৪০৪ জনকরে সৈনিক আছে। আমাদের অস্ত্র ভিত্তিক প্রশিক্ষণ ও  মৌলিক প্রশিক্ষণএবং এর বাইরে আরো বিভিন্ন কারিগরী প্রশিক্ষনে প্রশিক্ষিত সদস্য রয়েছে। সেই কাজের বিনিময়ে আজকের এই সাইকেল বিতরণ কার্যক্রম।

উল্লেখ্য, রাঙামাটি জেলার সর্বমোট ২৯ জনপুরুষও ৪ মহিলা দলনেতা /দলনেত্রীদের মাঝে এ সাইকেল বিতরণ করা হয়।

রাঙামাটি |  আরও খবর
এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions