বৃহস্পতিবার | ১৬ মে, ২০২৪

কাপ্তাইয়ে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন শুরু

প্রকাশঃ ০৪ অক্টোবর, ২০২০ ০১:৫৪:৪৭ | আপডেটঃ ১৪ মে, ২০২৪ ০৪:১১:১৮  |  ৭১১
সিএইচটি টুডে ডট কম, কাপ্তাই (রাঙামাটি)। কাপ্তাই উপজেলা স্বাস্থ্য বিভাগের উদ্যোগে উপজেলার ৫ ইউনিয়নের ১২০টি কেন্দ্রে ৬মাস থেকে ১১মাস বয়সী ১হাজার ৬জন শিশুকে নীল রঙের ভিটামিন এ ক্যাপসুল এবং ১বছর থেকে ৫৯মাস বয়সী ৭হাজার ৭শত ৭৪জন শিশুকে লাল রঙের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হচ্ছে।

কাপ্তাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এলাকায় রবিবার (৪ই অক্টোবর) সকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির উদ্বোধন করেন কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনতাসির জাহান।


উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাসুদ আহমেদ চৌধুরীর সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, স্বাস্থ্য বিভাগের এম.ও.ডিসি ডা. মিনহাজুল ইসলাম, মেডিকেল অফিসার ডা. মোহাম্মদ ইসমাইল, উপজেলা স্যানেটারি ইন্সপেক্টর মো. ইলিয়াছ সহ আরও অনেকে। এছাড়া সামবার (৫ই অক্টোবর) সকালে রাঙামাটি সদর উপজেলার জীবতলি আর্মি ক্যাম্প ও শহীদ মোয়াজ্জেম ঘাঁটিতে এ কর্মসূচি গ্রহন করা হয়েছে।

রাঙামাটি |  আরও খবর
এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions