শনিবার | ২৭ এপ্রিল, ২০২৪

কাপ্তাই স্বাস্থ্য কমপ্লেক্সে রেড ক্রিসেন্টের স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী প্রদান

প্রকাশঃ ০৮ সেপ্টেম্বর, ২০২০ ১২:১৬:৩২ | আপডেটঃ ২৫ এপ্রিল, ২০২৪ ০৪:১০:৩২  |  ৭৭১
সিএইচটি টুডে ডট কম, কাপ্তাই (রাঙামাটি)। বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির যুব ও স্বেচ্ছাসেবক বিভাগের আইপিসি প্রকল্প রাঙামাটি পার্বত্য জেলায় বাস্তবায়নের লক্ষ্যে রাঙামাটি জেলা ইউনিট হতে প্রেরিত বিভিন্ন স্বাস্থ্য সুরক্ষা উপকরণ কাপ্তাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং কাপ্তাই ১০ শয্যা হাসপাতালে হস্তান্তর করা হয়েছে।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বিকেলে যুব রেড ক্রিসেন্ট কাপ্তাই উপজেলার দলনেতা ওসমান গনি, জনসংযোগ এবং পরিকল্পনা বিভাগের প্রধান ফাহিম ফয়সাল সাকিব, যুব রেড ক্রিসেন্ট রাঙামাটি জেলা ইউনিটের সিনিয়র যুব সদস্যদের মাধ্যমে কাপ্তাই উপজেলা স্বাস্থ্য বিভাগের মেডিকেল কর্মকর্তার নিকট এইসব স্বাস্থ্য উপকরণ হস্তান্তর করা  হয়। প্রদত্ত স্বাস্থ্য সরঞ্জামের মধ্যে রয়েছে ক্লোরিন (ব্লিচিং পাউডার), মাস্ক, হ্যান্ড গ্লাবস, পিপিই, গাম বুট, ডাস্টার, বালতি, ড্রাম, স্যানিটারি রিং, গগলস, এপ্রোন ইত্যাদি।

রাঙামাটি |  আরও খবর
এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions