শুক্রবার | ২৬ এপ্রিল, ২০২৪

৯ সেপ্টেম্বর পাকুয়াখালী গণহত্যা দিবস পালন করবে নাগরিক পরিষদ

প্রকাশঃ ০৪ সেপ্টেম্বর, ২০২০ ১১:২১:১৫ | আপডেটঃ ২৬ এপ্রিল, ২০২৪ ০৪:৪০:১৯  |  ৮৭০
সিএইচটি টুডে ডট কম, লংগদু  (রাঙামাটি)।  পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ রাঙামাটি জেলা কমিটির নেতৃবৃন্দের সাথে লংগদু উপজেলা নাগরিক পরিষদের নেতৃবৃন্দের এক জরুরী বৈঠক সন্ধ্যায় অনুষ্ঠিত হয়েছে।

বৈঠকে লংগদু উপজেলায় তৎকালীন জেএসএসের সশস্ত্র শাখা শান্তিবাহিনী কর্তৃক ১৯৯৬ সনের ৯ সেপ্টেম্বর ৩৫ জন নিরীহ কাঠুরিয়াকে  নির্মমভাবে হত্যার প্রতিবাদে আগামী ৯ সেপ্টেম্বর রাঙামাটি জেলায় ও লংগদু উপজেলায় দোয়া, মিলাদ মাহফিল ও শোক সভা পালন করা হবে।
লংগদুতে অনুষ্ঠিত বৈঠকে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের রাঙামাটি জেলা শাখার সভাপতি সাব্বির আহম্মেদের সভাপতিত্বে উপস্থিত ছিলেন জেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ সোলায়মান, সাংগঠনিক সম্পাদক আবু বক্কর সিদ্দিক, সহ-সাংগঠনিক সম্পাদক মোরশেদা আক্তার, দপ্তর সম্পাদক মোঃ হাবিব আজম, প্রচার সম্পাদক মোঃ হুমায়ন কবির, অর্থ বিষয়ক সম্পাদক মোঃ ইব্রাহিম, ছাত্র বিষয়ক সম্পাদক মোঃ নজরুল ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ।

রাঙামাটি |  আরও খবর
এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions