শুক্রবার | ২৬ এপ্রিল, ২০২৪

ছাত্রদলের ১০ ইউনিটে আহবায়ক কমিটি গঠন

প্রকাশঃ ২০ অগাস্ট, ২০২০ ১২:৫৭:২৬ | আপডেটঃ ২৫ এপ্রিল, ২০২৪ ১২:৪০:১০  |  ১২২০
সিএইচটি টুডে ডট কম, রাঙামাটি। দেশের অন্যতম বৃহত্তর ছাত্র সংগঠন জাতীয়তাবাদী ছাত্রদলের কাউন্সিলকে সামনে রেখে জেলার ১৭টির মধ্যে ১০ উপজেলায় আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। কমিটি আগামী ২ মাসের মধ্যে নতুন নেতৃত্বকে দায়িত্ব দিবে। গতকাল ১৯ আগষ্ট ১০ উপজেলার আহবায়ক কমিটি অনুমোদন দেয় জেলা কমিটি।

আহবায়ক কমিটির দায়িত্বপ্রাপ্তরা হলো রাঙামাটি শহর শাখা : আহ্বায়ক-খাইরুল ইসলাম রানাসদস্য সচিব-আব্দুস শাকুর জাভেদ, রাঙামাটি সরকারি কলেজ : আহ্বায়ক – আল আমিনসদস্য সচিব-অলি আহাদ, কাপ্তাই উপজেলা আহ্বায়ক :  সেকান্দার আলী রাসেল, সদস্য সচিব-মোঃ ইব্রাহীম, লংগদু মডেল কলেজ আহ্বায়ক শাহাদাত হোসেন সাজ্জাদ, সদস্য সচিব-খোকন মিয়া, বরকল উপজেলা আহ্বায়ক– মোঃ ইব্রাহীম সদস্য সচিব– মো: সুমন। নানিয়ারচর উপজেলাআহ্বায়ক– মোঃ হাসান মল্লিক সদস্য সচিব-মোঃ হেলাল মিয়া, জুরাছড়ি উপজেলা : আহ্বায়ক-জুয়েল চাকমা সদস্য সচিব-কল্লোল চাকমা, বিলাইছড়ি উপজেলা : আহ্বায়ক  শহীদুল ইসলাম, সদস্য সচিব-আকবর আলী কাউখালী উপজেলা : আহ্বায়ক-তারেক হাসান, সদস্য সচিব-জাহেদুল ইসলাম রাসেল, কাউখালী ডিগ্রি কলেজ আহ্বায়ক-ইকবাল হোসেন সদস্য সচিব- আজিজুল হক সুমন।

জাতীয়তাবাদী ছাত্রদলের চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও রাঙামাটি জেলা সভাপতি ফারুক আহমেদ সাব্বির জানান, সাংগঠনিক দুর্বলতা কাটিয়ে সংগঠনকে আরো গতিশীল করতে এবং গনতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনকে আরো বেগবান করতে কেন্দ্রীয় কমিটির নির্দেশে আহবায়ক কমিটি গঠন করা হয়েছে।  এই কমিটিগুলোর মেয়াদ দুইমাস, এরা সম্মেলন করে নতুন নেতৃত্ব নির্বাচন করবেন। তিনি আরো জানান ১৭টি ইউনিটের মধ্যে ৫টির মেয়াদ আছে, ১২টির মেয়াদ নেই, এগুলোকে ঢেলে সাজানো হবে।

রাঙামাটি |  আরও খবর
এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions