মঙ্গলবার | ১৯ মার্চ, ২০২৪

বান্দরবানে ৬ নেতা কর্মীকে হত্যার সাথে জড়িতদের শাস্তি দাবি জেএসএস এমএন লারমা গ্রুপের

প্রকাশঃ ০৭ জুলাই, ২০২০ ১১:৫১:১৬ | আপডেটঃ ১৮ মার্চ, ২০২৪ ০৮:৫৯:২৬  |  ১৯০৩
সিএইচটি টুডে ডট কম, বান্দরবান। বান্দরবানের ৬জন হত্যাকান্ডের সাথে জড়িতদের দৃষ্টান্তমুলক শাস্তি দাবি করে প্রেস বিফিং দিয়েছে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি কেন্দ্রীয় কমিটির তথ্য ও প্রচার সম্পাদক সুধারক ত্রিপুরা। তিনি জানান, সন্তুু লারমার নেতৃত্বাধীন একদল সন্ত্রাসী অতর্কিত সশস্ত্র হামলা চালিয়েছে এবং এই হামলায়  আমাদের ছয় নেতাকর্মী নিহত হয়েছে।

ঘটনায় যারা নিহত হলেন:
পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (এম এন লারমা ) গ্রুপের

১)কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি বিমল কান্তি চাকমা ( প্রজিৎ) ৬৮

২) খাগড়াছড়ি উপদেষ্টা কমিটির সদস্য চিং থোয়াইঅং মারমা  ডেভিড ৫৬

৩) বান্দরবান জেলা কমিটির সভাপতি রতন তঞ্চংগ্যা (৫০)

৪) পার্বত্য চট্টগ্রাম যুব সমিতির খাগড়াছড়ির সদস্য রবীন্দ্র চাকমা (মিলন) ৫০

৫) পার্বত্য চট্টগ্রাম যুব সমিতির খাগড়াছড়ির সদস্য রিপন ত্রিপুরা জয় ৩৫

৬) পার্বত্য চট্টগ্রাম যুব সমিতির খাগড়াছড়ির সদস্য জ্ঞান ত্রিপুরা (দিপেন) ৩২

আহতরা হলেন:
(১)    নিরু চাকমা
(২)     বিদ্যুৎ ত্রিপুরা
(৩)     মিজ প্রু বা চিং



এদিকে বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো:শহিদুল ইসলাম চৌধুরী জানান,সর্বশেষ তথ্য অনুযায়ী আহত তিনজনকেই ”ট্টগ্রাম ও চকরিয়া হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য প্রেরণ করা হয়েছে এবং নিহত ৬ জনের লাশ বান্দরবান সদর হাসপাতালের মর্গে পোষ্ট মর্টেম করার জন্য রাখা হয়েছে। তিনি আরো জানান,ঘটনার তদন্তে নেমেছে পুলিশ তবে এখনো এই হত্যাকান্ডের ঘটনায় কোন মামলা হয়নি এবং কাউকে গ্রেফতার করা হয়নি।

বান্দরবান |  আরও খবর
এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions