শুক্রবার | ২৬ এপ্রিল, ২০২৪

লংগদুতে নন-এমপিও শিক্ষক-কর্মচারীরা প্রধানমন্ত্রীর আর্থিক অনুদান পেলো

প্রকাশঃ ০৫ জুলাই, ২০২০ ০৬:২৭:৩০ | আপডেটঃ ২৫ এপ্রিল, ২০২৪ ০৯:৫৬:০১  |  ৯১৬
সিএইচটি টুডে ডট কম, লংগদু (রাঙামাটি)। রাঙামাটি জেলার লংগদু উপজেলার ৭টি শিক্ষা প্রতিষ্ঠানের মোট ৩৭ জন নন এমপিও ভুক্ত শিক্ষক কর্মচারী পেলেন মাননীয় প্রধানমন্ত্রীর আর্থিক অনুদান। তার মধ্যে ২৭ জন শিক্ষককে জনপ্রতি ৫ হাজার টাকার চেক এবং ৭ জন কর্মচারীকে ২৫০০ টাকার চেক (সর্বমোট ১ লক্ষ ৬০ হাজার টাকা) প্রদান করা হয়।

রোববার (৪ জুলাই) লংগদু  উপজেলা প্রশাসনের নির্দেশক্রমে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারের কার্যালয়ে শিক্ষক কর্মচারীদের মধ্যে এ অনুদান প্রদান করা হয়।

এই কার্যক্রমে উপস্থিত ছিলেন লংগদু উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল বারেক সরকার, উপজেলা নির্বাহী কর্মকর্তা মাঈনুল আবেদীন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মাকসুদুর রহমান এবং মাধ্যমিক শিক্ষা অফিসের সুপারভাইজার শওকত আকবর সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের কর্মরত শিক্ষক-কর্মচারীগণ।

রাঙামাটি |  আরও খবর
এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions