মঙ্গলবার | ১৯ মার্চ, ২০২৪

রাঙামাটিতে পাসের হার ৭৬.৮৭, জিপিএ ফাইভ পেয়েছে ১৬৪জন, ভোকেশনাল থেকে ১জনও পাশ করেনি

প্রকাশঃ ৩১ মে, ২০২০ ০২:১৮:৩৫ | আপডেটঃ ১৫ মার্চ, ২০২৪ ১১:৪৪:০৩  |  ১৪২৪
সিএইচটি টুডে ডট কম, রাঙামাটি।  রোববার ৩১ মে সারাদেশে মাধ্যমিক সার্টিফিকেট (এসএসসি), দাখিল ও সমমান পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। জেলা প্রশাসনের তথ্যেমতে এবার রাঙামাটিতে পাসের হার ৭৬.৮৭%। জেলায় জিপিএ ফাইভ পেয়েছে ১৬৪ জন শিক্ষার্থী। এবারের এসএসসি পরীক্ষায় রাঙামাটির দশটি উপজেলায় ১৯টি কেন্দ্রে ৭৮টি শিক্ষা প্রতিষ্ঠানের মোট ৮,২৭৭ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। তার মধ্যে পাস করেছে ৬,৩৬৩ জন শিক্ষার্থী।

ফলাফলে জিপিএ-৫ পেয়েছে ১৬৪ জন। এর মধ্যে সর্বোচ্চ ৫৬ জন জিপিএ-৫ পেয়েছে কাপ্তাই উপজেলার কাপ্তাই নেভী উচ্চ বিদ্যালয়ের।
ফলাফল বিশ্লেষনে দেখা গেছে, রাঙামাটি শহরের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর স্কুলওয়ারী পাশের হার লেকার্স পাবলিক স্কুলের পাশের হার শতভাগ এবং এই স্কুল থেকে জিপিএ-৫ পেয়েছে ২০ জন শিক্ষার্থী। রাঙামাটি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়-৯৬.৮৮( জিপিএ৫- ২১ জন),শহীদ আব্দুল আলী একাডেমির পাশের হার ৮১.৭২ (জিপিএ৫-২ জন),শাহ উচ্চ বিদ্যালয়ে পাশের হার ৯৫.১৯ (জিপিএ৫-১ জন),রাণী দয়াময়ী উচ্চ বিদ্যালয় পাশের হার ৮৭.১৬ (জিপিএ-৫ নাই), রাঙামাটি সরকারি উচ্চ বিদ্যালয় পাশের হার ৯২.১২( জিপিএ৫-২১) জন।

রাঙামাটি শহরের একমাত্র কারিগরী শিক্ষা প্রতিষ্ঠান রাঙামাটি টেক্সটাইল ভোকেশনাল ইনষ্টিটিউট থেকে ৮০ জন শিক্ষার্থী পরীক্ষা দিয়েছে, কিন্তু সবাই এক সাবজেক্ট “আত্ন কর্মসংস্থান” বিষয়ে ফেল করায় সেখানে পাশের সংখ্যা শুন্য। তবে শিক্ষার্থী ও শিক্ষকদের দাবি বোর্ডের ফলাফলে কোথাও ভুল হয়েছে সেটি পুনরায় দেখার জন্য আমরা চিঠি পাঠাবো।

এদিকে রাঙামাটি জেলা প্রশাসনের শিক্ষা কল্যাণ শাখার তথ্য অনুযায়ী, রাঙামাটি সদর উপজেলায় ১৯০২ জন শিক্ষার্থীর মধ্যে পাস করেছে ১৬০৩ জন, কাপ্তাই উপজেলায় ১২৫৮ জন শিক্ষার্থীর মধ্যে পাস করেছে ৯০৯ জন, নানিয়ারচর উপজেলায় ৭৯১ জন শিক্ষার্থীর মধ্যে পাস করেছে ৭৩৬ জন, বাঘাইছড়ি উপজেলায় ১০৩১ জন শিক্ষার্থীর মধ্যে পাস করেছে ৯৩২ জন, কাউখালিতে উপজেলায় ৮০৫ জন শিক্ষার্থীর মধ্যে পাস করেছে ৪৯০ জন, বিলাইছড়ি উপজেলায় ৩৪৯ জন শিক্ষার্থীর মধ্যে পাস করেছে ২১৭ জন, জুরাছড়ি উপজেলায় ৩৪১ জন শিক্ষার্থীর মধ্যে পাস করেছে ২৭৭ জন, বরকল উপজেলায় ৫৭৫ জন শিক্ষার্থীর মধ্যে পাস করেছে ৪৬৪ জন পরীক্ষার্থী, লংগদু উপজেলায় ৯৪৪ জন শিক্ষার্থীর মধ্যে পাস করেছে ৭৩৪ জন এবং রাজস্থলী উপজেলায় ২৮১ জন শিক্ষার্থীর মধ্যে পাস করেছে ১৪২জন।

জেলা শিক্ষা অফিসার উত্তম খীসা বলেন, গতবারের চেয়ে এবার রাঙামাটি জেলাতে এসএসসির ফলাফল অনেক ভালো হয়েছে, এবার রাঙামাটি জেলাতে এসএসসি পাশের হার ৭৬ দশমিক ৮৭ শতাংশ। গতবার এ জেলাতে এসএসসি পাশের হার ছিল ৬২ শতাংশ। এবার প্রায় সাড়ে ১৫ শতাংশের বেশী শিক্ষার্থী পাশ করেছেন।


রাঙামাটি |  আরও খবর
এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions