শুক্রবার | ২৬ এপ্রিল, ২০২৪
কাপ্তাইয়ে

সন্ত্রাসীদের গুলিতে নিহতের পরিবারকে সহায়তা করলো সেনাবাহিনী

প্রকাশঃ ৩১ মে, ২০২০ ১১:৫৩:৫৩ | আপডেটঃ ২৬ এপ্রিল, ২০২৪ ০৩:৪০:০৭  |  ৪১৬৫
সিএইচটি টুডে ডট কম, কাপ্তাই (রাঙামাটি। রাঙামাটি জেলার কাপ্তাই উপজেলার ৩নং চিৎমরম ইউনিয়নের হেডম্যান পাড়া এলাকায় অস্ত্রধারী সন্ত্রাসীদের হাতে নিহত ওয়ার্ড যুবলীগের সহ সভাপতি উসুইপ্রু মারমা (চেসে) এর সহধর্মিনী ম্যাসিংনু মারমাকে দশ হাজার টাকা ও ত্রান সামগ্রী প্রদান করেন কাপ্তাই সেনা জোনের ২৩ ইষ্ট বেঙ্গল ডেয়ারিং টাইগার্স।

রোববার (৩১ মে) দুপুর ১২ টায় কাপ্তাই জোন অধিনায়ক লে. কর্ণেল মো. তৌহিদ উজ্জামান নিহতের সহধর্মীনীর হাতে এই সহায়তা তুলে দেন।

এসময় উপস্থিত ছিলেন, কাপ্তাই উপজেলা আ'লীগের সভাপতি অংসুইছাইন চৌধুরী, চিৎমরম মৌজার হেডম্যান খ্যাওসিং মং চৌধুরী, চিৎমরম ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান চিংথোয়াই মারমা, ইউনিয়ন আ'লীগের সভাপতি নেথোয়াই মারমা, সাধারণ সম্পাদক নুরুল আলম চৌধুরী সহ আরও অনেকে।

উল্লেখ্য, গত ১ এপ্রিল রাত ১১ টার পর যুবলীগ নেতা উসুইপ্রু মারমাকে ঘর থেকে ডেকে নিয়ে একদল সন্ত্রাসী তার বাড়ীর সন্নিকটে ব্রাশ ফায়ার করে তাকে নির্মমভাবে হত্যা করে। কাপ্তাই উপজেলা আ'লীগ এবং উপজেলা যুবলীগের পক্ষ হতে এই হত্যাকান্ডের জন্য আঞ্চলিক দল জেএসএসকে দায়ী করা হয়।

রাঙামাটি |  আরও খবর
এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions