মঙ্গলবার | ১৯ মার্চ, ২০২৪

দু:স্থ ও ক্ষুদ্র ব্যবসায়ীদের ঈদ উপহার দিলেন ব্যবসায়ী নেতা আবু সৈয়দ ও প্যানেল মেয়র জামালের পরিবার

প্রকাশঃ ২৪ মে, ২০২০ ০৬:৪৮:৫৬ | আপডেটঃ ১৩ মার্চ, ২০২৪ ১২:৪১:৩৩  |  ১১৯২
সিএইচটি টুডে ডট কম, রাঙামাটি। ঈদের উপহার সামগ্রী  নিয়ে রাঙামাটি শহরের ৩শ দু:স্থ-অসহায়, কর্মহীন ও ক্ষুদ্র ব্যবসায়ীদের পাশে দাঁড়িয়েছেন ব্যবসায়ী নেতা আবু সৈয়দ ও প্যানেল মেয়র জামাল উদ্দিনের পরিবার।

আজ রবিবার (২ মে২০) সকাল ১০টায় ব্যবসায়ী নেতা আবু সৈয়দ ও প্যানেল মেয়র মো. জামাল উদ্দিননের পরিবারের উদ্যোগে ও নিজস্ব অর্থায়নে কাঁঠালতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গনে এই উপহার কার্যক্রম উদ্বোধন করে, শহরের বিভিন্ন এলাকার দু:স্থ-অসহায়, কর্মহীন ও ক্ষুদ্র ব্যবসায়ীদের হাতে ঈদ সামগ্রী তুলে দেন স্থানীয় সংসদ সদস্য দীপংকর তালুকদার এমপি।

ঈদ সামগ্রী হিসেবে চাল, নুডুস, চিনি, সেমাই ও দুধ উপহার দেওয়া হয়।

এসময় পরিবারের সদস্য ও আত্মীয় স্বজন ও পৌর আওয়ামীলীগের সভাপতি হাজী সোলায়মান চৌধুরীসহ এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।

ঈদ সামগ্রী উপহারকালে আবু সৈয়দ জানান, ঈদুল ফিতর উপলক্ষে শহরের বিভিন্ন এলাকার ৩শ দু:স্থ-অসহায়, কর্মহীন ও ক্ষুদ্র ব্যবসায়ীদের মাঝে চাল, নুডুস, চিনি, সেমাই ও দুধ ঈদ সামগ্রী উপহার হিসেবে দিয়েছি। করোনা পরিস্থিতিতে এই ক্রান্তিলগ্নে তিনি সরকারের পাশাপাশি সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান।


রাঙামাটি |  আরও খবর
এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions