শুক্রবার | ২৬ এপ্রিল, ২০২৪

করোনা যুদ্ধে ওরা থেমে নেই

প্রকাশঃ ০৯ মে, ২০২০ ০৭:২৭:৫৭ | আপডেটঃ ২২ এপ্রিল, ২০২৪ ০৯:৪৫:২২  |  ১০৭২
সিএইচটি টুডে ডট কম ডেস্ক। করোনা যোদ্ধা হিসাবে ডাক্তার,আইন শৃংখলা বাহিনী,সেনা বাহিনী,প্রশাসন সকলের কথা উঠে আসে কিন্তু বিদ্যুৎ কর্মীদের কথা কেউ বলে না। কোন কারনে বিদ্যুৎ বন্ধ হলো,বাতি নিভে গেলেই সাথে সাথে দেয় মাকে একটা গালী।

কাপ্তাই বিদ্যুৎ সরবরাহের বিদ্যুৎ কর্মী চান্দু কর্মকার অভিযোগের সুরে এমন কথাগুলো বলছিলেন ।

মহালছড়ি বিদ্যুৎ সরবরাহের লাইনম্যান মামুন খান বলেন, আমাদের মা বোন থাকা উচিত ছিল না,কারন আমাদের থ্যাংকস লেস জব, যখন তখন কারনে অকারনে পাবলিক আমাদের গালি দেয়, অথচ যখন রাস্তায় গভীর রাতে কুকুর ছাড়া কেউ থাকে না তখন একমাত্র বিদ্যুৎ কর্মীরাই রাস্তায় থাকে জনগনের সেবা দেওয়ার কাজে।

দিন রাত কাজের মধ্যে ব্যস্ত থেকে বর্তমান সময়ে করোনা যুদ্ধা হিসাবে নিয়োজিত রয়েছেন এই বিদ্যুৎ কর্মীরা।

রাঙামাটি |  আরও খবর
এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions