রবিবার | ১৯ মে, ২০২৪

পানছড়িতে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে ৩৬ জন

প্রকাশঃ ১২ এপ্রিল, ২০২০ ১০:২১:১২ | আপডেটঃ ১৪ মে, ২০২৪ ০২:৪১:২৭  |  ১৭৯৪
সিএইচটি টুডে ডট কম, খাগড়াছড়ি। করোনার ক্লাস্টার এরিয়া নারায়ণগঞ্জসহ দেশের বিভিন্ন স্থান থেকে আসা ৩৬ জনকে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে নিয়েছে খাগড়াছড়ির পানছড়ি উপজেলা প্রশাসন। সেখানে বসানো হয়েছে নিরাপত্তা কর্মী।

অপর দিকে আজ রোববার থেকে খাগড়াছড়িতে প্রবেশ ও প্রস্থানে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন জেলা জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র বিশ্বাস।
 
পানছড়ি উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. অনুতোষ চাকমা জানান, কোয়ারেন্টিনে থাকাদের আপাতত স্বাস্থ্যগত কোন সমস্যা না থাকলেও তারা ১৪ দিন কোয়ারেন্টিনে থাকবেন। এর মাঝে সর্দি, কাশি, জ্বর দেখা দিলে নমুনা সংগ্রহ করে পরীক্ষাগারে পাঠানো হবে।

উল্লেখ, গত তিন দিনে রাতের আধারে  নারায়ণগঞ্জসহ দেশের বিভিন্ন স্থান থেকে মাইক্রোবাস রির্জাভ করে অন্তত ৪ শতাধিক শ্রমিক খাগড়াছড়িতে প্রবেশ করেন।

খাগড়াছড়ি |  আরও খবর
এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions