রবিবার | ১৯ মে, ২০২৪

মহালছড়িতে ফুল ভাসাতে গিয়ে পানিতে পড়ে এক শিশুর মত্যু

প্রকাশঃ ১২ এপ্রিল, ২০২০ ০৮:৫৮:২৯ | আপডেটঃ ১৯ মে, ২০২৪ ০৭:২৬:৫৮  |  ১৮৯৩

সিএইচটি টুডে ডট কম, মহালছড়ি (খাগড়াছড়ি)। খাগড়াছড়ি জেলার মহালছড়ি লেমুছড়ি নামক এলাকায় চৈত্র সংক্রান্তি বৈসাবি উৎসব উদযাপন এর প্রথম  (চাকমা ভাষায় ফুল বিঝু) দিনে সকাল ৮ টার দিকে  ফুল ভাসাতে গিয়ে পানিতে ড়ে  ৩য় শ্রণি পড়ূয়া মুক্ত চাকমা (১০) নামের এক শিশুর মত্যু হয়। মৃত শিশুটি লেমুছড়ি গ্রামেনোবেল চাকমার ছেলে


স্থানীয় কালায়ন চাকমা জানান, ১২ এপ্রিল রোববার ফুল বিজুর দি সকালে¯স্থানীয় শিশু কিশোররা দল বেধেঁ প্রতিবছরের মত পার্শ্ববর্তী এক ডোবায় ফুল ভাসাতে গেলে অজান্তে মুক্ত চাকমা পানিতে পড়ে গেলে এ ঘটনা ঘটে। পরে নেক্ষণ খোঁজাখুজির পর কোথাও না পেয়ে গ্রামে জানাজানি হলে স্থানীয়রা ঘন্টা দেড়েক চেষ্টা চালিয়ে পার্শ্বর্বর্তী ডোবা থেকে তার লাশ উদ্ধার করা হয়। 


এ বিষয়ে মহালছড়ি থানার অফিসার ইনচার্জ জাহাঙ্গীর আলম  ঘটনার সত্যতা স্বীকার কর বলেন, চাকমাদের ফুল বিজু দিন ফুল ভাসাতে গিয়ে এ ঘটনা ঘটে।  এ ঘটনাটা ঘটে যাওয়ার অনেক্ষণ পর আমাকে¯স্থানীয় ইউপি চেয়ারম্যান সাজাই মারমা জানিয়েছেন। এ ব্যাপারে  থানায় এখনো কোন অভিযোগ  কিংবা কেকোন মামলা করেনি।  
খাগড়াছড়ি |  আরও খবর
এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions