রবিবার | ১৯ মে, ২০২৪

রাজস্থলীতে অজ্ঞাত রোগে ত্রিপুরা পাড়ায় ২ জনের মৃত্যু, আক্রান্ত আরো ৫জন

প্রকাশঃ ১২ এপ্রিল, ২০২০ ০৪:৫৫:১৫ | আপডেটঃ ১৮ মে, ২০২৪ ০৩:০৩:৩৪  |  ১৩০১
সিএইচটি টুডে ডট কম, রাজস্থলী (রাঙামাটি)। রাঙামাটির রাজস্থলীর দুর্গম এলাকায় অজ্ঞাত রোগে ২দিনে দুজন মারা যাওয়ার খবর পাওয়া গেছে।
জানা গেছে, গত ১০ এপ্রিল তারিখ হতে রাঙামাটি জেলার রাজস্থলী উপজেলার ১ নং ঘিলাছড়ি ইউনিয়নের ১ নং ওয়ার্ড ত্রিপুরা অধুষ্যিত এলাকা  ভুটান পাড়া নামক এলাকায় অজ্ঞাত রোগে বিনামতি ত্রিপুরা (৩৫) স্বামী মিল্টন ত্রিপুরা ও একই এলাকার নিলু কুমার ত্রিপুরা (২৮) পিতা,, রামগতি ত্রিপুরা নামক  দুই ব্যক্তি অজ্ঞাত রোগে মারা যায়। আরো ৪/৫জন পাগলামি করছে বলে জানা গেছে।

১ নং ঘিলাছড়ি ইউপির  ভারপ্রাপ্ত  চেয়ারম্যান স্বরসতি ত্রিপুরা জানান,,কয়েকদিন পাগলামী করার পর জ্বরে আক্রান্ত হয়ে তারা মারা গেছে, বিষয়টি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাকে জানানো হলে তিনি একটি মেডিকেল টিম পাঠানোর ব্যবস্থা করবেন বলে জানান। মারা যাওয়া ব্যাক্তিরা জুমের চাষ করতেন, তাদের জি¦নের আছর থাকতে পারে।

এ ব্যাপারে রাজস্থলী স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল কর্মকর্তা ডাঃ রুহলাঅং  মারমা বলেন, ঘটনা জানার পর পর্যাপ্ত পরিমান ঔষধ নিয়ে  মেডিক্যাল টিম পাঠানো হয়েছে, তারা ফিরে এলে বিস্তারিত জানা যাবে।

প্রসঙ্গত: ত্রিপুরা অধ্যুষিত এলাকাটি রাজস্থলী সদর থেকে ১২/১৫ কিলোমিটার দুরে, অনেকটা পায়ে হেটে যেতে হয়।

রাঙামাটি |  আরও খবর
এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions