মঙ্গলবার | ১৯ মার্চ, ২০২৪
বান্দরবানে

সাংগু নদীতে গোসল করতে নেমে শিশুর মৃত্যু

প্রকাশঃ ০৭ এপ্রিল, ২০২০ ০৮:৫৯:০৮ | আপডেটঃ ১৮ মার্চ, ২০২৪ ১১:৪২:০৭  |  ৯২৮
সিএইচটি টুডে ডট কম, বান্দরবান। বান্দরবানে সাংগু নদীতে গোসল করতে নেমে সাঁতার কাটতে গিয়ে পানিতে ডুবে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

শিশুটি বান্দরবানের  বেতছড়া বাজার পাড়ার বাসিন্দা মো. খায়রুলের ছেলে ইমরান হোসেন (৮)। মঙ্গলবার (৭ এপ্রিল) দুপুরে বান্দরবানের রোয়াংছড়ি উপজেলার বেতছড়া আর্মি ক্যাম্পের কাছাকাছি সাংগু নদীতে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বেতছড়া আর্মি ক্যাম্পের কাছাকাছি সাংগু নদীতে ৫ জন শিশু গোসল করতে নেমে সাঁতার কাটার চেষ্টা করলে ইমরান হোসেন নামে ওই শিশুটি পানিতে ডুবে যায়, পরে স্থানীয় বাসিন্দা ও বেতছড়া আর্মি ক্যাম্পের সেনা সদস্যরা সাংগু নদীতে খোঁজাখুঁজি করলে সাংগু নদী থেকে মৃত অবস্থায় শিশুটির লাশ উদ্ধার করে।
 
ঘটনার সত্যতা নিশ্চিত করে বান্দরবানের রোয়াংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: তৌহিদ বলেন, সাংগু নদীতে গোসল করতে গিয়ে ডুবে যাওয়া শিশুটির লাশ উদ্ধার করা হয়েছে,পরবর্তীতে আইনি প্রক্রিয়ার মাধ্যমে শিশুটির লাশ অভিভাবকদের কাছে হস্তান্তর করা হবে।

 
বান্দরবান |  আরও খবর
এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions