শুক্রবার | ২৬ এপ্রিল, ২০২৪

কাপ্তাইয়ে যানবাহনে ছাত্রলীগ জীবাণু নাশক স্প্রে করলো

প্রকাশঃ ২৪ মার্চ, ২০২০ ০৭:৪০:৫২ | আপডেটঃ ২৪ এপ্রিল, ২০২৪ ০৮:৪১:৫৩  |  ৮৭০
সিএইচটি টুডে ডট কম, কাপ্তাই (রাঙামাটি)। কাপ্তাইয়ে ছাত্রলীগের উদ্যোগে কাপ্তাই-চট্টগ্রাম সড়কের সকল যানবাহনে করোনা ভাইরাস প্রতিরোধে করা হয়েছে জীবাণুনাশক স্প্রে। মঙ্গলবার (২৪ মার্চ) সকালে এ অভিযানের উদ্বোধন করেন, কাপ্তাই ইউপি আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মহিউদ্দিন পাটোয়ারী বাদল।

কাপ্তাই উপজেলা ছাত্রলীগের সভাপতি এম নূর উদ্দিন সুমনের নেতৃত্বে এসময় উপস্থিত ছিলেন, কাপ্তাই ইউপি যুবলীগ সভাপতি সাইফুল ইসলাম, কাপ্তাই ইউপি ছাত্রলীগের সভাপতি হুমায়ূন কবির রাসেল, কাপ্তাই ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ওয়াসিম উদ্দিন মামুন, ইউপি যুবলীগ নেতা ইসমাইল হোসেন, ইউপি সেচ্ছাসেবক লীগ নেতা পঙ্কজ দেবনাথ সহ আরও অনেকে।

কাপ্তাই ইউপি আ.লীগের সাধারণ সম্পাদক মহিউদ্দিন পাটোয়ারী বাদল বলেন, বিশ্বব্যাপী করোনাভাইরাস এখন আতঙ্কের বিষয়। কাপ্তাই চট্টগ্রাম-সড়কে প্রতিদিন হাজার হাজার যানবাহনের চলাচল। তাই আমরা চেষ্টা করেছি এ মানুষগুলো যেনো নিরাপদে বাড়ি ফিরতে পারে। তার চেষ্টায় জীবাণুনাশক স্প্রে প্রদান করি সকল যানবাহনে। সকলের কাছে অনুরোধ থাকবে, আপনি নিরাপদে থাকার উপর নির্ভর করবে সকলের নিরাপত্তা। তাই প্রথমে নিজেকে নিরাপদ রাখতে হবে।   

রাঙামাটি |  আরও খবর
এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions