শুক্রবার | ২৬ এপ্রিল, ২০২৪
মুক্তি না দিলে আন্দোলনের হুশিয়ারী

কাপ্তাই যুবলীগের নেতা নাসিরের মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল

প্রকাশঃ ১৮ ফেব্রুয়ারী, ২০২০ ১১:৫০:১৭ | আপডেটঃ ২৬ এপ্রিল, ২০২৪ ০১:৪৫:৪৪  |  ৮৪১
সিএইচটি টুডে ডট কম, কাপ্তাই (রাঙামাটি)। কাপ্তাই উপজেলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা যুবলীগ সভাপতি মো. নাসির উদ্দিনকে মিথ্যা বন মামলায় গ্রেফতার করা হয়েছে উল্লেখ করে তার মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে নেতাকর্মীরা।

মঙ্গলবার (১৮ই ফেব্রুয়ারী) সন্ধ্যায় কাপ্তাইয়ের নতুন বাজার এলাকায় ‘নাসির মুক্তি পরিষদ’র ব্যানারে অনুষ্ঠিত সভায় বক্তারা আগামী ১ সপ্তাহের মধ্যে নাছিরকে মিথ্যা মামলা প্রত্যাহার ও মুক্তি না দিলে কঠোর আন্দোলনের হুশিয়ারি উচ্ছারন করেন।

নাসির মুক্তি পরিষদের আহ্বায়ক আক্তার আলমের সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন, কাপ্তাই উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক তানভীর আহম্মেদ সিদ্দিকি, কাপ্তাই উপজেলা ছাত্রলীগ সভাপতি এম. নূর উদ্দিন সুমন, কাপ্তাই ইউপি সেচ্ছাসেবকলীগ সা. সম্পাদক মো. ইলিয়াছ প্রমূখ। সমাবেশের সঞ্চালনা করেন, কাপ্তাই ইউপি যুবলীগের সাধারণ সম্পাদক ফরিদ আহম্মেদ এবং তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মাহাদুল আলম।

সমাবেশে বক্তারা বলেন, বন বিভাগের কর্মকর্তা ও কর্মচারীরা পাহাড়ের জনসাধরণকে সামান্য নাম এবং বাবার নাম জানা থাকলেই মামলা সহ নানান হয়রানী করে থাকে। তারই অংশ হিসেবে উপজেলা ভাইস চেয়ারম্যানকে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে বলে দাবি করেন তারা।

এদিকে নাসিরের বিরুদ্ধে আনিত সমস্ত অভিযোগ মিথ্যা দাবি করে বক্তারা আরও বলেন, পার্বত্যাঞ্চলে নাসির ভাইয়ের যে জনপ্রিয়তা ও পরিচিতি রয়েছে তা ধ্বংস করতে কিছু মহল কাজ করছে। যে-কারণে তার বিরুদ্ধে আনিত অভিযোগ সত্য না হলেও আজ তাকে কারাবাস করতে হচ্ছে। কোন এক অদৃশ্য শক্তি নাসির উদ্দিনকে কারাবাস করতে বাধ্য করছে বলে দাবি করে বক্তারা আরও বলেন, আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল। আমরা আইনের লঙ্ঘন চাইনা। তবে অন্যায় ভাবে নাসির উদ্দিনকে কারাবাসের ঘটনা প্রতিটি সচেতন নাগরিকের হৃদয়ে কম্পনের সৃষ্টি করেছে।


প্রসঙ্গত: কাপ্তাই রেঞ্জের আওতাধীন রাম পাহাড় বনবিটের সংরক্ষিত এলাকায় রাতে আধারে সরকারি গাছ কেটে পাচার ও বিক্রি করে । যার বাজার মুল্য প্রায় ৫০ লক্ষ টাকা, এই ঘটনায় ফরেষ্টার নির্মুল কুমার মন্ডল আদালতে সিওআর বন মামলা ০৭/১৮ দায়ের করে। গত ২৮ জানুয়ারি আদালতে অভিযুক্তদের অপরাধ প্রমাণিত হওয়ায় আদালত ৩ বছরের জেল ও ৫০ লক্ষ টাকা জরিমানা করে।

রাঙামাটি |  আরও খবর
এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions