মঙ্গলবার | ১৯ মার্চ, ২০২৪

বাঘাইছড়িতে শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের ১৩২তম জন্ম মহোৎসব পালিত

প্রকাশঃ ১৬ জানুয়ারী, ২০২০ ১২:০৬:৩১ | আপডেটঃ ১৬ মার্চ, ২০২৪ ০৬:১১:৩৩  |  ১১১৩
সিএইচটি টুডে ডট কম, বাঘাইছড়ি (রাঙামাটি)। রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের ১৩২তম জন্ম মহোৎসব পালিত হয়েছে।

আজ বৃহস্পতিবার সকাল নয়টা থেকে বাঘাইছড়ি শ্রী শ্রী লোকনাথ মন্দির ও অনাথ আশ্রমের সামনে প্রায় পাঁচ শতাধিক অনুকূল ঠাকুরের ভক্ত বৃন্ধদের নিয়ে শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের ১৩২তম শুভ জন্ম মহোৎসব উপলক্ষে ধর্মসভা , মাতৃসম্মেলন ও সাংস্কৃতিক অনুষ্ঠান, মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা উপকরন বিতরন ও লীলাকীর্ত্তন অনুষ্ঠিত হয়।

বাঘাইছড়ি শাখা সৎসঙ্গের  আহবায়ক অনিল দাশের সভাপতিত্বে  এবং বাঘাইছড়ি শাখা সৎসঙ্গের যুগ্ন আহবায়ক সনি দেব এর সঞ্চালনায় এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঘাইছড়ি বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা আহসান হাবীব জিতু, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জহুর আহমেদ কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ্য প্রদীপ দেব,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঘাইছড়ি উপজেলা আওয়ামিলীগ এর সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন আল মামুন, বাঘাইছড়ি প্রেস ক্লাবের সভাপতি দিলীপ কুমার দাশ, চৌমুহনী মার্কেট পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মিলন ধর, বাঘাইছড়ি শ্রী শ্রী কালী মন্দির পরিচালনা কমিটির সাবেক সভাপতি দেজেন্দ্র নাথ, বাঘাইছড়ি শ্রী শ্রী কালী মন্দির পরিচালনা কমিটির সভাপতি  সভাপতি ফাল্গুন চক্রবর্তী, বাঘাইছড়ি উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক রায় বাবু,বাঘাইছড়ি প্রেস ক্লাবের সদস্য সাংবাদিক আবু নাছের,ডাঃ বাবুল দাশ, কৃষ্ণ শীল দাশ, তাপস দাস,উজ্বল দাশ সহ স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ।

রাঙামাটি |  আরও খবর
এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions