শুক্রবার | ২৬ এপ্রিল, ২০২৪

বাঙ্গালহালিয়াতে ৬ লক্ষ টাকার সেগুন কাঠ আটক করেছেন সেনাবাহিনী

প্রকাশঃ ২৩ মে, ২০১৮ ০৯:১৯:৪৫ | আপডেটঃ ২০ এপ্রিল, ২০২৪ ০৬:৪০:৪৯  |  ১২৩০
সিএইচটি টুডে ডট কম, রাজস্থলী (রাঙামাটি)। রাঙামাটি জেলার রাজস্থলী উপজেলায় বাঙ্গালহালিয়া ইউনিয়নে নাইক্যছড়া ও কাকড়াছড়ি পাড়াতে টহল দানকালে ৬ লক্ষ টাকার সমপরিমাণ গোল সেগুন কাঠ আটক করেছেন বাঙ্গালহালিয়া আর্মি ক্যাম্পের সেনাবাহিনী।


জানা যায়, গত ২৩শে মে সকাল ৯.৩০মিঃ সময় বাঙ্গালহালিয়া আর্মি ক্যাম্পের সিনিয়র ওয়ারেন্ট অফিসার মোঃ এমদাদুল হকের নেতৃত্বে সেনা সদস্যরা নাইক্যছড়া ও কাকড়াছড়ি পাড়া এলাকায় টহলদান কালে গোপন সংবাদের ভিত্তিতে পৃথক দুইটি স্থানে অবৈধ ভাবে পাচারের উদ্দেশ্যে স্তুপ করে রাখা ১৮০টুকরা =৫০০ঘঃফুট সেগুন গোলকাঠ আটক করেন। আটককৃত কাঠের বাজার মূল্য ৬ লক্ষ টাকা বলে জানা গেছে।

আটককৃত কাঠগুলো পরিবহণযোগে বাঙ্গালহালিয়া বিট কাম ষ্টেশনে হস্তান্তর করা হয়েছে বলে ক্যাম্প কমান্ডার মোঃ এমদাদুল হক জানান। এদিকে ক্যাম্প কমান্ডার বলেন, ৫ আর.ই ব্যাটালিয়নের জোন কমান্ডারের নেতৃত্বে অবৈধ কাঠ পাচার বন্দের সেনাবাহিনীর অভিযান অব্যাহত থাকবে বলে জানান।

রাঙামাটি |  আরও খবর
এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions