শনিবার | ২৭ এপ্রিল, ২০২৪

রাঙামাটিতে ভিক্ষুক পুর্নবাসনে বিভিন্ন সামগ্রী বিতরন

প্রকাশঃ ৩০ সেপ্টেম্বর, ২০১৯ ০৩:৩০:৩৫ | আপডেটঃ ২৫ এপ্রিল, ২০২৪ ০৫:০৩:৩৭  |  ৯৭৬
সিএইচটি টুডে ডট কম, রাঙামাটি। রাঙামাটিকে ভিক্ষুক মুক্ত ঘোষণা করে ভিক্ষুক পুনর্বাসন কর্মসূচির আওতায় শহরের ৪০ জন ভিক্ষুক কে পুনর্বাসন সামগ্রী বিতরন করেছে রাঙামাটি সদর উপজেলা প্রশাসন।

সোমবার (৩০সেপ্টম্বর ২০১৯) বিকালে জেলা প্রশাসনের মাঠ প্রাঙ্গনে রাঙামাটি সদর উপজেলা প্রশাসনের ব্যবস্থাপনায় ও জেলা প্রশাসকের সার্বিক সহযোগিতায়  ভিক্ষুকদের এ পুনর্বাসন সামগ্রী বিতরন করা হয়।  

ভিক্ষুকদের পুনর্বাসন সামগ্রী হিসেবে গুরু-ছাগল, ভ্যান গাড়ীসহ নিত্য প্রয়োজনীয় কাঁচা মাল সামগ্রী বিতরন করা হয়।

রাঙামাটি জেলা প্রশাসক একেএম মামুনুর রশীদের সভাপতিত্বে পুনর্বাসন সামগ্রী বিতরন অনুষ্ঠেনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, স্থানীয় সংসদ সদস্য দীপংকর তালুকদার। এছাড়াও রাঙামাটি পার্বত্য জেলা পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান বৃষ কেতু চাকমা, জেলা পুলিশ সুপার আলমগীর কবীর, উপজেলা পরিষদের চেয়ারম্যান শহীদুজ্জামান মহসিন রোমানসহ সরকারি-বেসরকারি বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

জানা গেছে, রাঙামাটি সদর উপজেলার সকল সরকারি কর্মকর্তা-কর্মচারীদের এক দিনের বেতন ও প্রশাসনের বিশিষ্টজনদের আর্থিক সহযোগিতায় রাঙামাটি পৌর এলাকার হতদরিদ্র ৪০জন ভিক্ষুক পুনর্বাসন কর্মসূচির ব্যবস্থা করা হয়।

জেলা প্রশাসক একেএম মামুনুর রশীদ বলেন, সরকার ভিক্ষুক মুক্ত দেশ গড়ার লক্ষে বিভন্ন প্রকল্প হাতে নিয়েছেন। তারই ধারাবাহিকতায় আজ রাঙামাটি পৌরসভার ৯টি ওয়ার্ডের ৪০ জন ভিক্ষুককে ভিক্ষুক পুনর্বাসনের আওতায় আনা হয়েছে। পর্যায়ক্রমে সব ভিক্ষুকে পুনর্বাসনের আওতায় নিয়ে আসা হবে বলে জানান জেলা প্রশাসক।

রাঙামাটি |  আরও খবর
এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions