শুক্রবার | ২৬ এপ্রিল, ২০২৪

থানচি থেকে অপহৃত ৪জন এখনো উদ্ধার হয়নি

প্রকাশঃ ১৩ মে, ২০১৮ ১২:০৬:৫৭ | আপডেটঃ ১৯ এপ্রিল, ২০২৪ ১২:০২:২২  |  ১৪২৩
সিএইচটি টুডে ডট কম, বান্দরবান। বান্দরবানের থানচি উপজেলার বাজার থেকে মাত্র ৪ কিলোমিটার দূরে তুংখং পাড়া থেকে শনিবার সন্ধ্যায় পাড়া কারবারীসহ ৪ জনকে অপহরণ করা হলেও তাদের উদ্ধার করতে পারেনি যৌথ বাহিনী।
পুলিশ সুত্রে জানা যায়, শনিবার সন্ধ্যায় তুংখং পাড়া এলাকার প্রধান আথুই মং মারমা ও তার স্ত্রী আপ্রু মং মারমা এবং একই এলাকার বাসিন্দা পাইছা প্রু মারমা ও তার স্ত্রীসহ ৪ জনকে খুঁজে পাওয়া যাচ্ছিলো না।
অপহরণের ঘটনাটি প্রকাশ হলে ঘটনার পর ওই এলাকায় যৌথবাহিনী অভিযান শুরু করলেও ২৪ ঘন্টায়ও তাদের উদ্ধার করতে পারেনি, এই প্রতিবেদন লেখা পর্যন্ত অভিযান অব্যাহত আছে। সন্ত্রাসীরা তাদের অপহরণ করে বলে ধারনা করছে স্থানীয়রা।
               
বান্দরবানের পুলিশ সুপার মোহাম্মদ জাকির হোসেন মজুমদার  জানান, অপহরণের খবর পেয়ে সেনাবাহিনী, বিজিবি ও পুলিশ সদস্যরা যৌথ অভিযানে নামে, অভিযান অব্যাহত আছে।
তিনি আরো জানান ,সন্ত্রাসীদের কোন আশ্রয়স্থল এই বান্দরবানে হবে না।

প্রসঙ্গত,বছরের পর বছর ধরে বান্দরবানের থানচি উপজেলার বড় মদক, ছোট মদক, আন্ধারমানিক, রেমাক্রিসহ বিভিন্ন এলাকায় সন্ত্রাসীরা খুন, অপহরণসহ বিভিন্ন অপরাধ মূলক কর্মকান্ড সংগঠিত করে আসছে।

 
বান্দরবান |  আরও খবর
এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions