শুক্রবার | ২৬ এপ্রিল, ২০২৪

রাঙামাটিতে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ৩০

প্রকাশঃ ১১ অগাস্ট, ২০১৯ ০৪:৩২:০৬ | আপডেটঃ ২৬ এপ্রিল, ২০২৪ ০৯:৫২:০৮  |  ১১০৩
সিএইচটি টুডে ডট কম, রাঙামাটি। রাঙামাটিতে গত কয়েকদিনে বেড়েছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা। রাঙামাটি জেনারেল হাসপাতালে এই পর্যন্ত ডেঙ্গু চিকিৎসা নিয়েছেন ৩০জন। গত ২৪ ঘন্টায় হাসপাতালে ভর্তি হয়েছে ৩জন এর মধ্যে ২জন ঢাকা থেকে আসা।

রাঙামাটি জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা: শওকত আকবর জানান, গত ২৪ ঘন্টায় নতুন করে ৩ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। এ পর্যন্ত রাঙামাটি হাসপাতালে ভর্তি ছিলেন ৩০ জন। এর মধ্যে ২০জন চিকিৎসা নিয়ে ঘরে ফিরে গেছেন বাকি ১০ জন হাসপাতালে ভর্তি রয়েছে।

তিনি জানান, ডেঙ্গু রোগীদের সর্বোচ্চ  অগ্রাধিকার দিয়ে  সেবা দেয়া হচ্ছে। তারাও তাড়াতাড়ি সুস্থ হয়ে বাড়িতে ফিরতে পারবে বলে আশা প্রকাশ করেন তিনি।

রাঙামাটি |  আরও খবর
এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions