শনিবার | ২৭ এপ্রিল, ২০২৪

রাঙামাটিতে নৌ-ধর্মঘট স্থগিত

প্রকাশঃ ১০ এপ্রিল, ২০১৯ ১০:৫৫:২১ | আপডেটঃ ২১ এপ্রিল, ২০২৪ ০৭:২৬:০২  |  ১১৭৬
সিএইচটি টুডে ডট কম, রাঙামাটি। রাঙামাটি জেলায় নৌযান মালিক ও শ্রমিকদের ডাকা অনির্দিষ্টকালের নৌ-ধর্মঘট স্থগিত রাখা হয়েছে। জেলায় কাপ্তাই হ্রদে বিভিন্ন নৌ-রুটে অবৈধ স্পিডবোট চলাচল বন্ধের দাবিতে বুধবার থেকে এ নৌ-ধর্মঘট ডাকা হয়। এতে প্রথম দিন লঞ্চ চলাচল বন্ধ রাখায় জেলায় যাত্রীদের যাতায়াতসহ নৌ-পরিবহন সংকট সৃষ্টি হয়। পরে জেলা প্রশাসনের আশ্বাসে ধর্মঘট স্থগিত ঘোষণা করা হয়েছে বলে জানান, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-চলাচল (যাত্রী পরিবহন) সংস্থার রাঙামাটি জোনের চেয়ারম্যান মঈন উদ্দিন সেলিম।

তিনি জানান, রাঙামাটির কাপ্তাই হ্রদ দিয়ে বিভিন্ন রুটে অবৈধ স্পিডবোট ও স্টাফ বোট দিয়ে যাত্রী পরিবহন করায় স্থানীয় লঞ্চ মালিকদের চরম আর্থিক ক্ষতি করা হচ্ছে- যা সম্পূর্ণ বে-আইনি। যাত্রী টানাটানি নিয়ে অবৈধ স্পিডবোট ও স্টাফ বোটের শ্রমিকদের সঙ্গে নৌযান শ্রমিকদের মধ্যে প্রতিদিন হাতাহাতি ও মারামারির ঘটনা ঘটে। এতে নৌযান শ্রমিকরা ক্ষুব্দ হয়ে জেলার সবগুলো নৌরুটে লঞ্চ চলাচল বন্ধ রেখে ১০ এপ্রিল হতে অনির্দিষ্টকালের জন্য নৌ-ধর্মঘট কর্মসূচির ঘোষণা দেন তারা। ধর্মঘটের শুরুর দিন বুধবার জেলা প্রশাসন থেকে বিষয়টি নিয়ে সমাধানের আশ্বাস দেয়ায় কর্মসূচি স্থগিত ঘোষণা করা হয়েছে।

রাঙামাটি |  আরও খবর
এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions