শনিবার | ২৭ এপ্রিল, ২০২৪

কাপ্তাইয়ের রাইখালীতে দুবৃর্ত্তদের গুলিতে নিহত ২

প্রকাশঃ ০৪ ফেব্রুয়ারী, ২০১৯ ০৮:৩৯:৫৪ | আপডেটঃ ২৬ এপ্রিল, ২০২৪ ০১:৩৬:৫৪  |  ৫৯৩৫
সিএইচটি টুডে ডট কম, রাঙামাটি। রাঙামাটির কাপ্তাইয়ের রাইখালীর কারিগরপাড়া দুর্বৃত্তদের ব্রাশ ফায়ারে জেএসএস সংস্কার ও ছাত্রলীগের কর্মীসহ ২জন নিহত হয়েছে। নিহতরা হলো জেএসএস সংস্কারের কর্মী মংসুইনু মারমা (৪৫) এবং ছাত্রলীগ কর্মী জাহিদ হোসেন (২৫)। আজ বিকাল ৪টার দিকে এই ঘটনা ঘটে।

জানা গেছে, জেএসএস সংস্কারের কর্মী মংসুইন মারমা (৪৫) এবং ছাত্রলীগ কর্মী জাহিদ হোসেন (২৫) একটি চা দোকানে বসে আড্ডা দিচ্ছিল, এসময় অর্তকিতভাবে একটি সন্ত্রাসীদল এলোপাথারি গুলি করে পালিয়ে যায়। ঘটনাস্থলেই দুজন মারা যায়।
মুলত পাহাড়ে আঞ্চলিকদলগুলো আধিপত্যে বিস্তারকে কেন্দ্র করে নিজেদের আধিপত্যে ধরে রাখতে এসব হত্যাকান্ডের মত ঘটনায়। গত সংসদ নির্বাচনের আগ থেকে মুল জেএসএস এবং মুল ইউপিডিএফ এক হয়ে গেলেও দুটি সংস্কার দল নির্বাচনে ক্ষমতাসীন দল আওয়ামীলীগের পক্ষে অবস্থান নিয়েছে।

চন্দ্রঘোনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আশরাফ উদ্দিন ঘটনার সত্যতা স্বীকার করেজানান, নিহতের লাশ উদ্ধার করেছে। আধিপত্যে বিস্তারকে কেন্দ্র করে এই ঘটনা ঘটলেও কারা এর সাথে জড়িত এখনো বলতে পারছে না।

রাঙামাটি |  আরও খবর
এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions