শনিবার | ২৭ এপ্রিল, ২০২৪

রাঙামাটিতে ম্যালেরিয়া কর্মসূচী বিষয়ক এ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত

প্রকাশঃ ৩১ জানুয়ারী, ২০১৯ ০৬:১৭:৫৩ | আপডেটঃ ২১ এপ্রিল, ২০২৪ ০৮:৩৮:৩৬  |  ৮৩২
সিএইচটি টুডে ডট কম, রাঙামাটি। জাতীয় ম্যালেরিয়া নির্মূল কর্মসূচীর আওতায় ম্যালেরিয়া কর্মসূচী বিষয়ক রাঙামাটি জেলা পর্যায়ে দিনব্যাপী এ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ সকালে রাঙামাটি ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক ইন্সাটিটিউটে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা উপস্থিত ছিলেন।

রাঙামাটি সিভিল সার্জন ডাঃ শহীদ তালুকদারের সভাপতিত্বে সভায় রাঙামাটি অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মোঃ নজরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার রনজিৎ কুমার পাল, ম্যালেরিয়া এলিমিনেশন এন্ড এটিডি কন্টোল প্রোগ্রামের ডিপিএম ডাঃ এমএম আখতারুজ্জামান ও রাঙামাটি ডেপুটি সিভিল সার্জন ডাঃ নিহার রঞ্জন নন্দী বক্তব্য রাখেন।

সভায় বক্তারা বলেন, সমতলের চাইতে পার্বত্য অঞ্চল ম্যালেরিয়া রোগের জন্য ঝুঁকি বেশী। তাই ম্যালেরিয়া সচেতনতা আরো বেশী বৃদ্ধি করতে হবে। সচেতনতামূলক সভা সেমিনার শহরের তুলনায় তৃণমূল পর্যায়ে স্থানীয় জনপ্রতিনিধিদের মাধ্যমে করা গেলে আরো বেশী ফলপ্রসু হবে। বক্তারা ম্যালেরিয়াসহ বিভিন্ন রোগের জনসচেতনতায় সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান।

সভায় জানানো হয়, আগে বছরে ৯ হাজারের অধিক সংখ্যক ম্যালেরিয়া রোগী পাওয়া যেত, গত দুই বছরে এই হার কমে ৩ হাজার এসেছে। ২০৩০ সালের মধ্যে ম্যালেরিয়ার সংখ্যা শুন্যতে নামিয়ে আনতে স্বাস্থ্য বিভাগ কাজ করছে।

রাঙামাটি |  আরও খবর
এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions