শুক্রবার | ২৬ এপ্রিল, ২০২৪

রাঙামাটিতে ৬ প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ

প্রকাশঃ ১০ ডিসেম্বর, ২০১৮ ০৮:০১:৫৪ | আপডেটঃ ১৯ এপ্রিল, ২০২৪ ০১:০৬:০৯  |  ৯৩৪
সিএইচটি টুডে ডট কম, রাঙামাটি। রাঙামাটির ২৯৯নং আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ গ্রহণকারীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। সোমবার সকালে জেলা প্রশাসকেরে সম্মেলন কক্ষে প্রতিদ্বন্দ্বি প্রার্থী ও তাদের প্রতিনিধিদের  উপস্থিতিতে এই প্রতীক বরাদ্দ দেওয়া হয়। জেলা প্রশাসক ও জেলা রিটানিং কর্মকর্তা একেএম মামুনুর রশীদ এই প্রতীক বরাদ্দ দেন।

রাঙামাটি আসনে ৬জন প্রার্থী লড়ছেন, এরা হলেন আওয়ামীলীগের নৌকা প্রতীক নিয়ে দীপংকর তালুকদার, বিএনপির মনিস্বপন দেওয়ান ধানের শীষ, জনসংহতি সমিতির নেতা ও স্বতন্ত্র প্রার্থী ঊষাতন তালুকদার সিংহ মার্কা, জাতীয় পার্টির পারভেজ তালুকদার লাঙ্গল মার্কা, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির জুঁই চাকমা কোদাল মার্কা এবং ইসলামী আন্দোলনের জসিম উদ্দিন হাত পাখা। স্বতন্ত্র প্রার্থী ও বর্তমান সংসদ সদস্য ঊষাতন তালুকদার এবার সিংহ মার্কা নিয়ে নির্বাচন করলেও তিনি গতবার হাতি মার্কায় নির্বাচন করেছিলেন। উষাতন তালুকদার জনসংহতি সমিতির কেন্দ্রীর কমিটির সহ-সভাপতি। এর আগের দশম জাতীয় সংসদ নির্বাচনে হাতি প্রতীক নিয়ে নির্বাচন করেছিলেন তিনি।

রাঙামাটি |  আরও খবর
এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions