শুক্রবার | ২৬ এপ্রিল, ২০২৪
বিশ্ব মানবাধিকার দিবস উদযাপন

পাহাড়ে অবৈধ অস্ত্র, চাঁদাবাজি,খুন মানবাধিকার রক্ষার অন্তরায় : মকছুদ আহমেদ

প্রকাশঃ ০৭ ডিসেম্বর, ২০১৮ ১২:২১:৫২ | আপডেটঃ ২৪ এপ্রিল, ২০২৪ ১০:১৮:১৫  |  ৯০৯
সিএইচটি টুডে ডট কম, রাঙামাটি। বিশ্বের সকল নিপীড়িত মানুষের জন্য কাজ করার প্রত্যয় নিয়ে রাঙামাটিতে পালিত হল ৭০ তম বিশ্ব মানবাধিকার দিবস। শুক্রবার (৭ ডিসেম্বর) বিকাল তিনটায় রাঙামাটির এফপিএবি'র হলরুমে বাংলাদেশ মানবাধিকার কমিশনের আয়োজনে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।

অনুষ্ঠানে বাংলাদেশ  মানবাধিকার কমিশন রাঙামাটি জেলার সভাপতি ডাঃ সুপ্রিয় বড়ুয়ার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন প্রবীন সাংবাদিক দৈনিক গিরিদর্পনের সম্পাদক ও তিন পার্বত্য জেলার মানবাধিকার কমিশনের সমন্বয়কারী এ কে এম মকছুদ আহমেদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কমিশনের সহ সভাপতি জামশেদুল আলম, কমিশনের উপদেষ্টা বিজয় রতন দে, রাঙামাটি সরকারি কলেজের সহকারী অধ্যাপক অনির্বাণ বড়ুয়া, এফপিএবি রাঙামাটি শাখা  সভাপতি মো: মুজিবুর রহমান, কমিশনের সাধারন সম্পাদক শিক্ষক তপন কান্তি বড়ুয়া।

প্রধান অতিথির বক্তব্যে এ, কে, এম মকছুদ আহমেদ বলেন, বিশ্বের বিভিন্ন দেশে যেমন মানবাধিকার লংঘন হচ্ছে তেমনই  পার্বত্য চট্টগ্রামেও হচ্ছে। পাহাড়ে অবৈধ অস্ত্র সন্ত্রাস চাঁদাবাজ, খুনের মধ্য দিয়ে মানবাধিকার লংঘন হচ্ছে প্রতিনিয়ত। চুক্তি নিয়ে যদি কারো কোন কথা থাকে তাহলে তা দুই পক্ষই আলোচনার মাধ্যমে সমাধানসহ সবাইকে মানবাধিকার রক্ষায় সচেষ্ট হবার আহবানও জানান তিনি।

সভাপতির বক্তব্যে ডাঃ সুপ্রিয় বড়ুয়ার বলেন, আমরা সকলে মানবতার জন্য কাজ করি আমাদের আশেপাশে ছোট ছোট অনেক অপরাধ সংগঠিত হয়। এ অপরাধ যদি আমরা সচেতন হয়ে মোকাবেলা করতে পারি তাহলে মানুষের মানবাধিকার লংঘন অনেকাংশে নির্মুল করা যাবে বলে আশা প্রকাশ করেন তিনি।
অনুষ্ঠানে বাংলাদেশ মানবাধিকার কমিশন রাঙামাটি জেলা শাখার কার্যনির্বাহী কমিটির সদস্যদের মাঝে সংগঠনের পরিচয়পত্র ও কোর্ট পিন তুলে দেয় অতিথিরা।

রাঙামাটি |  আরও খবর
এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions