শুক্রবার | ২৬ এপ্রিল, ২০২৪
বাঘাইছড়িতে শান্তি চুক্তির ২১তম বর্ষপূর্তি উদযাপন

পাহাড়ে উন্নয়নের স্বার্থে শান্তি সম্প্রীতি বজায় রাখতে হবে-লেঃ কর্নেল মাহাবুবুল ইসলাম

প্রকাশঃ ০২ ডিসেম্বর, ২০১৮ ০১:৩১:৪১ | আপডেটঃ ১৮ এপ্রিল, ২০২৪ ০৪:০১:৪৭  |  ৮৪৫
সিএইচটি টুডে ডট কম,বাঘাইছড়ি (রাঙামাটি)। রাঙামাটি জেলার বাঘাইছড়ি উপজেলায় পার্বত্য শান্তি চুক্তির ২১ বছর পূর্তি উদযাপিত হয়েছে। বাঘাইছড়ি উপজেলাধীন মারিশ্যা জোনের উদ্যেগে  এ কর্মসূচীর আয়োজন করেছেন। রোববার( ২ডিসেম্বর) সকাল ১০টায় মারিশ্যা জোন প্রাঙ্গন হতে  বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ করে চৌমূহনী মুক্ত মঞ্চে এসে শেষে হয়।

এসময় মুক্ত মঞ্চে আলোচনা সভায় বাঘাইছড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান বড়ঋষি চাকমা’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মারিশ্যা জোন কমান্ডার ও ২৭ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল মাহাবুবুল ইসলাম পিএসসি। বক্তব্য রাখেন, বাঘাইছড়ি থানার ওসি তদন্ত মোঃ জাহাঙ্গীর আলম,বাঘাইছড়ি পৌর সভার মেয়র জাফর আলী খান,বাঘাইছড়ি উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোঃ আলী হোসেন,কাচালং সরকারি কলেজ অধ্যক্ষ দেব প্রসাদ দেওয়ান প্রমূখ।

এসময় আমন্ত্রিত বিষেশ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাঘাইছড়ি উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান সুমিতা চাকমা, বাঘাইছড়ি উপজেলা আওয়ামীরীগের সহ-সভাপতি হাজী আঃশুক্কুর মিয়া,কাচালং সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জামাল উদ্দিন,সহকারী প্রধান শিক্ষক মোঃ সিরাজুল ইসলাম,বাঘাইছড়ি উপজেলা বিএনপির সভাপতি মোঃ ওমর আলী,পৌর বিএনপির সভাপতি মোঃ নিজাম উদ্দিন বাবু,উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারন সম্পাদক গিয়াস উদ্দিন, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক হাফেজ আহাম্মদ,বাঘাইছড়ি পৌর সভার কাউন্সিলর মোঃ বাহার উদ্দিন সরকার,কাউন্সিলর পারভেজ আলী,কাউন্সিলর নুরুল হক তালুকদার, উপজেলা আওয়ামীলীগের আইন বিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন,বাঘাইছড়ি উপজেলা ছাত্র লীগের সভাপতি আল ইমরান প্রমূখ।

এসময় প্রধান অতিথি’র বক্তব্য মারিশ্যা জোন কমান্ডার লেঃ কর্নেল মাহাবুবুল ইসলাম বলেন, শান্তি চুক্তি হওয়ার পর পার্বত্য চট্রগ্রামে শান্তি বিরাজ করছে। আপনারা কখনো ধৈর্য্য হারাবেন না, ধৈর্য্যশীল হবেন। সরকারকে উন্নয়নের সুযোগ দিতে হবে,আপনারা সকলই মিলে যখন সরকারকে সাহায্যে করবেন একত্রিত হয়ে, আমরা উন্নয়নের ভূমিকা রাখতে পারি। শান্তি সম্প্রতিসহ মর্মিতা বজায় রাখবো আমরা।জোন কমান্ডার শুধু বাঙ্গারীদের জন্য নয়,সবার জন্য। তাই তিনি বলেন, আমি আপনাদের পাশে থেকে সেবা করবো।

এছাড়াও বিকাল ৩টায় শান্তি চুক্তির ২১ তম বর্ষপূর্তি উপলক্ষ্যে প্রীতি ফুটবল ম্যাচ উপজেলা পরিষদ মাঠ প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়েছে। এতে অংগ্রহন করেছে মারিশ্যা জোন একাদশ ও বাঘাইছড়ি পৌর সভা একাদশ।

রাঙামাটি |  আরও খবর
এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions