রাঙামাটি-চট্টগ্রাম-ঢাকা রুটে ২টি এভারগ্রীন বাসের শুভ উদ্বোধন খাগড়াছড়িতে ইন্জিনিয়ার আব্দুল মজিদ টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট শুরু পার্বত্য চুক্তিতে সংবিধানের সাথে সাংঘর্ষিক ধারা সংশোধনের দাবি পিসিসিপি'র পার্বত্য শান্তিচুক্তি উপলক্ষে ফ্রী মেডিকেল ক্যাম্প উদ্বোধন এপেক্স ক্লাব অব বান্দরবানের ১৭তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
সিএইচটি টুডে ডট কম, খাগড়াছড়ি। খাগড়াছড়িতে সরকারের উন্নয়ন ভাবনা, ভিশন ২০২১ এর লক্ষ্য অর্জন ও সন্ত্রাস-জঙ্গিবাদ বিরোধী কার্যক্রমের উপরে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে জেলা তথ্য অফিসের হলরুমে স্থানীয় সাংবাদিকদের নিয়ে প্রেস ব্রিফিংয়ে জেলা তথ্য অফিসার এসএম অনীক চৌধুরীর সভাপতিত্বে খাগড়াছড়ি প্রেস ক্লাব সভাপতি জীতেন বড়–য়া ও সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক কানন আচার্য বক্তব্য রাখেন।
বক্তারা সরকারের উন্নয়ন ভাবনা, সাফল্য, টেকসই উন্নয়নের লক্ষ্যসমূহ অর্জনে ভিশন ২০২১ এবং সন্ত্রাস-জঙ্গিবাদ বিরোধী কার্যক্রমে গণমাধ্যমের ভূমিকা তুলে ধরেন। দুর্নীতি প্রতিরোধ ও টেকসই উন্নয়নের লক্ষ্যসূমহ অর্জনে সরকারি বেসরকারি দপ্তরসমূহ থেকে তথ্য প্রাপ্তির ক্ষেত্রে সংশ্লিষ্টদের সহযোগীতাও কামনা করেন গণমাধ্যমকর্মীরা।